প্রতিবেদন : উচ্চশিক্ষার স্কলারশিপে রেকর্ড রাজ্যের (West Bengal)। দেশের অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে বাংলা এগিয়ে কয়েক যোজন দূরে। বর্তমান অর্থবর্ষে ১৪০০ কোটি টাকার স্কলারশিপ দিয়েছে রাজ্য সরকার। এবার আবেদনের সংখ্যার ক্ষেত্রেও রেকর্ড ৯ লক্ষ ফর্ম জমা পড়ে। এর মধ্যে ঝাড়াই-বাছাইয়ের পর ৮ লক্ষের সামান্য বেশি যুবক-যুবতীকে স্কলারশিপ দেওয়া হয়। এদের মধ্যে পলিটেকনিক, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগেও বৃত্তি (Britti Scholarship) রয়েছে। ৮৪ হাজার উচ্চমাধ্যমিক পড়ুয়াও ফর্ম ফিলাপ করে। ফলে সংখ্যাটা বিশাল। আগে বৃত্তি ন্যূনতম ৭৫ শতাংশ পেলেই বৃত্তির (Britti Scholarship) জন্য আবেদন করা যেত। এবার যোগ্যতামান ৬০% করার পরেই প্রাপকের সংখ্যা বেড়ে যায়। আগে যেখানে ৩-৫ লক্ষের মধ্যে আবেদনকারী থাকত, এবার তা বেড়ে হয়েছে ৯ লক্ষ। সবচেয়ে বেশি বৃত্তি প্রাপকের সংখ্যা উত্তর ২৪ পরগণায় ৫৯ হাজার, এরপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৫৬ ও ৫৫ হাজার, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণায় ৪৪ হাজার করে, নদিয়া ও হুগলি ও কলকাতায় ৪৩ হাজার করে। ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতর যুদ্ধকালীন প্রস্তুতিতে বৃত্তি প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে।
আরও পড়ুন: কেন্দ্রের স্বর্ণপদক রাজ্যের চোখের আলোকে