বঙ্গ

স্বনির্ভর, স্বনিযুক্তি প্রকল্পের সম্বন্ধে একনজরে

পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর (Self-Help) গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন মিলে তৈরি হয়েছে একাধিক প্রকল্প যেখানে পিছিয়ে পড়া যুবক-যুবতীদের স্বরোজগারি হয়ে উঠতে এই প্রকল্পগুলো সহায়ক। প্রসঙ্গত, সারা রাজ্য জুড়ে আট লক্ষাধিক স্বনির্ভর (Self-Help) গোষ্ঠী গঠন করেছে। এই বিভাগের অধীনে নিয়মিত সঞ্চয়, ঋণগ্রহণ, সামাজিক কাজে জোটবদ্ধভাবে যোগদান, পণ্য উৎপাদন, পণ্য ক্রয়-বিক্রয় এবং সর্বোপরি মেয়েদের মধ্যে সামাজিক চেতনা গড়ে তোলার ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি স্বনির্ভর দলগুলির এই সীমাবদ্ধতা কাটিয়ে তোলার উদ্দেশ্যে গঠিত হয়েছে ‘পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড। আজ দেখে নেওয়া যাক এই বিভাগের অধীনে রাজ্য সরকারের একাধিক সহায়তামূলক প্রকল্পগুলির বিষয়ে বিস্তারিত তথ্য

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প
স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প হল রাজ্য সরকারের স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগের একটি ফ্ল্যাগশিপ স্কিম । পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন লিমিটেড (WBSCL) দ্বারা এটি বাস্তবায়িত হয়৷ এই স্কিমের মূল উদ্দেশ্য হল বেকার যুবক এবং ব্যক্তিদের গোষ্ঠীকে সমর্থন করে গ্রামীণ/শহুরে উদ্যোগগুলির বিকাশের জন্য ক্রেডিট বৃদ্ধির সহায়তা প্রদান করা। ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে বেকার যুবকদের (পরিবারিক আয় প্রতি মাসে ১৫,০০০) গোষ্ঠী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণের উপর আরও জোর দেওয়া হয়েছে, বিশেষ করে এমন ব্যবসার উপর যেখানে স্থানীয়ভাবে পাওয়া প্রচুর কাঁচামাল, অজ্ঞতার কারণে নষ্ট হয়ে যায়, সূক্ষ্ম সামগ্রী তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে এবং যেখানে পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে ঐতিহ্যগত কারুশিল্পের উপর। ২০১৯ সালের হিসাব অনুযায়ী প্রায় ২ লক্ষ ৬২ হাজার অন্তর্ভুক্তি রয়েছে এই প্রকল্পের অধীনে।

পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্প
ডব্লিউবিএসএসপি (West Bengal Swanirbhar Sahayak Prakalpa) ২০১২-’১৩ আর্থিক বছরে সুদের সহায়তার মাধ্যমে ব্যাঙ্ক ক্রেডিট অ্যাক্সেস করার স্ব-হায়তা গোষ্ঠীগুলির সুদের বোঝা কমানোর লক্ষ্যে চালু করা হয়েছিল। এই স্কিমটি নিশ্চিত করে যে কোনও স্ব-সহায়ক গোষ্ঠী প্রাপ্ত ব্যাঙ্ক ঋণের জন্য ২ শতাংশের বেশি সুদ প্রদান করবে না। সুদের ভর্তুকি ৯ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত, গ্রুপের প্রকৃতি এবং গ্রুপটি যে প্রোগ্রামের অধীনে সংঘটিত হয়েছে তার উপর নির্ভর করে। সমস্ত নিবন্ধিত স্বনির্ভর (Self-Help) গোষ্ঠীগুলির জন্য ব্যাঙ্ক ক্রেডিট অ্যাক্সেস করা হয়েছে। এখনও পর্যন্ত ২১.০৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে সুদের সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে৷ পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে বাস্তবায়িত, এটি একটি সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত কর্মসূচি। সরকার কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাঙ্কগুলি ভর্তুকির দাবি ইলেকট্রনিকভাবে পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন লিমিটেডের কাছে জমা দেবে, যেখান থেকে দাবিগুলি যাচাই করা হবে এবং যাচাইকরণের পরে সরাসরি অ্যাকাউন্টগুলিতে ই-পেমেন্ট করা হবে আরটিজিএস/এনইএফটি এর মাধ্যমে যোগ্য স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে।

মুক্তিধারা প্রকল্প
মুক্তিধারা পুরুলিয়া জেলায় একটি ছোট পরীক্ষা হিসাবে শুরু করা হয়েছিল। নির্দিষ্ট মাইক্রো ফার্ম ভিত্তিক এবং নন-ফার্ম প্রকল্প এবং প্রশিক্ষণে হস্তক্ষেপের মাধ্যমে আদিবাসী মহিলাদের জীবিকার সুযোগ বাড়ানোর জন্য। পুরুলিয়ার কিছু উদ্যোগ উন্নয়নের আকর্ষণীয় মডেল হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে আদিবাসী মহিলাদের। মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগে মুগ্ধ হয়ে এর নাম দেন মুক্তিধারা। পরবর্তীকালে বাঁকুড়া বাদে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় প্রকল্পটি সম্প্রসারিত হয়। প্রাথমিকভাবে মুক্তিধারার ফোকাস ছিল ক্ষুদ্র সংস্থা এবং ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য সহায়তা প্রদানের মাধ্যমে স্বনির্ভর (Self-Help) গোষ্ঠী পরিবারগুলির জীবিকা বৃদ্ধি করা। উৎপাদন ও সেবা উভয় ক্ষেত্রেই এসএইচজি সদস্যদের দক্ষতা বৃদ্ধির দিকেও ফোকাস ছিল। বিভাগটি দক্ষতা উন্নয়ন এবং ব্যাংক ঋণ ভর্তুকি-সংযুক্ত প্রকল্পের মাধ্যমে পৃথক যুবকদের সহায়তার একটি উপাদানও অন্তর্ভুক্ত করেছে।

আরও পড়ুন: কেন্দুপাতার সংগ্রহমূল্য বাড়ালেন মুখ্যমন্ত্রী, আদিবাসীদের জীবিকার নতুন দিশা

সমাজসাথী প্রকল্প
সমাজসাথী হল রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য একটি আশ্বাস প্রকল্প। এই বিষয়ে কাজটি নোডাল বিভাগ হিসাবে সেলফ হেল্প গ্রুপ এবং স্বনির্ভর বিভাগকে এবং বাস্তবায়নকারী সংস্থা হিসাবে WBSCL-কে ন্যস্ত করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের যারা দুর্ঘটনার শিকার তাদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ দ্বারা বাস্তবায়িত স্বাস্থ্যসাথীর সঙ্গে সামঞ্জস্য রেখে, সমাজসাথী দুর্ঘটনাজনিত মৃত্যু এবং স্থায়ী মোট অক্ষমতার জন্য ২ লক্ষ টাকা আংশিক স্থায়ী অক্ষমতার জন্য দেড় লক্ষ টাকা (সর্বোচ্চ) এবং দৈনিক ১০০ টাকা করে অতিরিক্ত সহায়তা প্রদান করে। দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য অন্ত্যেষ্টিক্রিয়া ব্যয়ের জন্য ২৫০০ টাকা সহায়তারও একটি ব্যবস্থা রয়েছে৷

কর্মতীর্থ প্রকল্প
রাজ্য সরকারের অধীনে জেলা এবং মহকুমা সদর দফতরে প্রশিক্ষণ-কাম-বিপণন কমপ্লেক্স (কর্মতীর্থ) প্রকল্প স্থাপনের একটি কর্মসূচি হাতে নিয়েছে। যাতে দক্ষতা, উন্নয়ন এবং তাদের পণ্যের বিপণনের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রশিক্ষণের সুবিধার্থে কর্মতীর্থের ব্যবস্থা করা হবে। পশ্চিমবঙ্গ সরকার ‘কর্মতীর্থ’ স্থাপন করেছে— একটি ওয়ান-স্টপ শপ হিসাবে যা উদ্যোক্তাদের তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বাজারজাত করতে দেয়। রাজ্য সরকার প্রশিক্ষণ এবং অর্থ-সহ প্রয়োজনীয় পরিকাঠামো সহায়তা প্রদান করবে, ব্যক্তি, স্বনির্ভর গোষ্ঠী, সমবায় উদ্যোগ, কারিগর এবং তাঁতিদের এই প্রকল্পের সুবিধাগুলি পেতে অনুমতি দেবে। সরকারের লক্ষ্যমাত্রা রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি ‘কর্মতীর্থ’ স্থাপন করা। প্রাথমিকভাবে, এটি একটি একতলা ভবনে দ্বিতলাবিশিষ্ট ৩০টি স্থায়ী স্টল থাকবে এবং রোটেশনের ভিত্তিতে অর্থনৈতিকভাবে দুর্বল ক্ষুদ্র কারিগর/উদ্যোক্তাদের জন্য অস্থায়ী বাসস্থানের জন্য একটি খোলা জায়গাও ব্যবস্থা করা হয়।

স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ প্রকল্প
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বনির্ভর গোষ্ঠীর পণ্যের গুণগত মান উন্নত করার লক্ষ্যে, জঙ্গলমহল এলাকায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর নামে ৩টি জেলার ২৩টি ব্লকে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ফুল থেকে ভেষজ রং, শুকনো ফুল তৈরি, বাবুই ঘাস থেকে বিভিন্ন পণ্য তৈরি, মুরগির পালক থেকে কুইল্ট তৈরি, শালপাতার প্লেট, ইউক্যালিপটাস তেল নিষ্কাশন, ডিজাইনার কস্তুরি তৈরি, ল্যাকপ্রোডাক্ট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০১২-’১৩ সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। প্রোগ্রামটি সেপ্টেম্বর ২০১৯ সাল পর্যন্ত প্রায় ১ লক্ষ লোককে এই প্রকল্পের আওতায় আনতে সক্ষম হয়েছে। প্রশিক্ষণ কোর্সগুলি হয় সরাসরি স্বরোজগার কর্পোরেশন দ্বারা প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীদের সম্পৃক্ত করার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জীবিকা বৃদ্ধিতে অংশীদারিত্ব রয়েছে এমন উন্নয়ন বিভাগের সংস্থানগুলি ব্যবহার করে সংগঠিত হয়।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

26 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

46 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago