মেঘমুক্ত আকাশে শীতের প্রবেশ

Must read

প্রতিবেদন : এবারে বর্ষা নাজেহাল করে দিয়েছে বঙ্গবাসীকে। তবে এর মধ্যেই সুখবর দিল হাওয়া অফিস (weather update)। আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ মেঘমুক্ত হলেই ধীরে ধীরে প্রবেশ ঘটবে শীতের। এদিকে ১৪ অক্টোবরের মধ্যে বর্ষা পুরোপুরি বিদায় নেবে। এরপর কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অপরদিকে, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ১৩ অক্টোবরের মধ্যে উত্তরের জেলাগুলো থেকেও বর্ষা ফিরে যাবে। নভেম্বরের শুরুর দিকে হেমন্তের আমেজ পাওয়া যাবে। আকাশ পরিষ্কার হলে দেখা মিলবে, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার। বেলা বাড়লে রোদ উঠবে তখন হালকা গরম অনুভূত হলেও বিকেল থেকেই শীতের আমেজ পাবে বঙ্গবাসী। বৃহস্পতিবারের পর থেকে ধাপে ধাপে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি (weather update) কমবে। নতুন করে কোনও নিম্নচাপ তৈরি না হলে আর বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক গবেষণা, রসায়নে ৩ বিজ্ঞানী পেলেন নোবেল

Latest article