প্রতিবেদন : একশো দিনের কাজের বরাদ্দে বঞ্চিত এই রাজ্য। অথচ শুধু কর্মদিবস তৈরি করে গরিব মানুষকে অন্ন জোগানোই নয়, মনরেগার জবকার্ডের (Mgnrega job card- Aadhaar) সঙ্গে আধার সংযুক্তির ক্ষেত্রে দেশের মধ্যে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে বাংলাই (West Bengal)। পিছিয়ে দেশের সব ‘ডবল ইঞ্জিন’ বিজেপি শাসিত রাজ্য। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যে জানা যাচ্ছে একথা। আর্থিক বছর শেষ হতে আর মাস দেড়েক বাকি। কিন্তু ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলার বকেয়া এক পয়সা এখনও মেটায়নি কেন্দ্র। উল্টে কেন্দ্রীয় পরিদর্শক দল পাঠিয়ে যাচাই করা হচ্ছে, টাকা সঠিক উপভোক্তার কাছে পৌঁছেছে কি না। বাংলার প্রতি এই আর্থিক বঞ্চনা, অর্থনৈতিক অবরোধের প্রতিবাদে শুক্রবারই সংসদে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের জবাবি ভাষণ চলাকালীন। তাতে যোগ্য সঙ্গত করেছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টও। একশো দিনের কাজে টাকা আটকে রাখার পিছনে গ্রামোন্নয়ন মন্ত্রকের অজুহাত ছিল জব কার্ডের সঙ্গে আধার সংযোগ না থাকা। কিন্তু মোদি সরকারের সাম্প্রতিক রিপোর্ট বলছে, জব কার্ড-আধার (Mgnrega job card- Aadhaar) সংযোগে ডবল ইঞ্জিন তো বটেই, জাতীয় গড়কেও ছাপিয়ে গিয়েছে বাংলা। সারা দেশে যেখানে এই গড় ৬৯.৪ শতাংশ, বাংলায় তা ৮৬.১ শতাংশ। শুধু একশো দিনের কাজ প্রকল্পে নয়, প্রবীণদের পেনশন দেওয়ার জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা এনএসপি এবং স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে আনন্দধারা প্রকল্পে আধার সংযোগেও জাতীয় গড় টপকে গিয়েছে বাংলা। এনএসপি’র ক্ষেত্রে জাতীয় গড় ৪৪.১ শতাংশ। অথচ সেখানেই দ্বিগুণ আধার সংযোগ হয়েছে বাংলায়।