হোমস্টেতে দেশের সেরা হবে বাংলা

Must read

প্রতিবেদন : রাজ্যের (West Bengal) পর্যটন ক্ষেত্রের প্রসারে নতুন দিক খুলে দিয়েছে হোমস্টে (Homestay)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনামাফিক উৎসাহিত করার নীতি নিয়েছে রাজ্য সরকার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হোমস্টে তৈরির বিষয়ে জোর দেওয়ার কথা বলেছেন। সেই বক্তব্যের সূত্র ধরেই বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘোষণা আগামী ছয় মাসের মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে হোমস্টের সংখ্যার নিরিখে দেশের মধ্যে এক নম্বর স্থানে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গ (West Bengal- Homestay)।

এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে হোমস্টে নিয়ে একাধিক বিধায়ক প্রশ্ন তোলেন। তারই জবাব দিতে গিয়ে মন্ত্রী হোমস্টে নিয়ে রাজ্যের অগ্রগতি সম্পর্কে সদনকে অবহিত করেছেন। বিধায়ক শ্রীকান্ত মাহাতোর প্রশ্নের উত্তরে এদিন ইন্দ্রনীল সেন বলেন, রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্যে হোমস্টে পলিসি ২০১৭ সালে প্রথম আনা হয়। ২০১৯ সালে তাকে আবার সংশোধিত ভাবে পাশ করানো হয়। বর্তমানে নতুন করে আরও বৃহত্তর পরিধিতে হোমস্টে-কে নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করেছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি এই মুহূর্তে গোটা দেশে হোমস্টে-র নিরিখে আমরা চার নম্বরে রয়েছি। আগামী ৬ মাসের মধ্যে রাজ্য এক নম্বরে উঠে আসবে।

আরও পড়ুন: শহিদ দিবসে যোগ দেওয়ার প্রস্তুতি চা-মহল্লায়

মন্ত্রী যখন এই কথা বলছেন বিরোধী শিবির থেকে তখন গুঞ্জন শুরু হয়। তাঁদের থামিয়ে ইন্দ্রনীল সেন বলেন, অনেকেই এই পরিস্থিতিতে আমার ঘোষণা শুনে হাসছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী ৬ মাসে গোটা দেশে এক নম্বরে উঠে আসবে বাংলা।

Latest article