কুয়েতের (Kuwait Fire) অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলার শ্রমিকও। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আগামিকাল তাঁর দেহ ভারতে ফেরানো হবে। এরপর দিল্লি থেকে পশ্চিমবঙ্গে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে দেহ। তবে বাংলার আরও কোনও শ্রমিক আছেন কিনা তা এখনও জানা যায়নি। এদিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
৪৯ জনের মধ্যে তামিলনাড়ু এবং কেরলের বাসিন্দার সংখ্যাই বেশি। এছাড়া উত্তর ভারত এবং পশ্চিমবঙ্গের বাসিন্দারাও রয়েছেন। তবে অগ্নিদগ্ধ হয়ে যাওয়ায় অনেকেরই চেনা যাচ্ছে না ফলে পরিচয় জানা যাচ্ছে না। এই কারণে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে বৃহস্পতিবার কুয়েত গিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি আহতদের সঙ্গে দেখা করবেন এবং ঘটনাস্থলও ঘুরে দেখবেন। ৪২ জনের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী দিল্লি। বুধবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কুয়েতের বিদেশমন্ত্রী আলি আল-ইয়াহিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন।
আরও পড়ুন- কৃষকবন্ধু ও বাংলা শস্যবিমার আর্থিক সাহায্য নিয়ে কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী
বুধবার ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। ওই আবাসনে মূলত থাকেন শ্রমিকেরা, যাঁদের অধিকাংশই ভারতীয়। তবে কী কারণে আগুন লাগল, তা নিয়ে ধন্দ রয়েছে। কুয়েতের (Kuwait Fire) কিছু স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গ্যাস লিক হওয়ার কারণেই এই বিপর্যয়। সরকারিভাবে অবশ্য এই বিষয়ে কিছু বলা হয়নি। তবে তদন্তে অগ্রগতির জন্য কুয়েতের স্থানীয় প্রশাসন হোটেলটির মালিককে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, ঘটনার পরেই কুয়েতের ভারতীয় হাইকমিশন বিশেষ কন্ট্রোল রুম খুলেছে। বিশেষ হেল্প লাইন নম্বর জারি করেছে। আর তা হল +৯৬৫-৬৫৫০৫২৪৬।