সংবাদদাতা, দুর্গাপুর : সুবর্ণজয়ন্তী বর্ষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নারীদিবস উদযাপনে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন, পঞ্চায়েত ও সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ প্রাক্তন কাউন্সিলররা।
আরও পড়ুন-সাইবার ক্রাইম ঠেকাতে দুই নতুন পদের প্রস্তাব কলকাতা পুলিশের
দুর্গাপুরের বিশিষ্ট নারীদের তৃণমূলের তরফে সম্মানিত করা হল। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নারী জাগরণ, নারী উন্নয়ন, নারীদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার। জেলা তৃণমূলের তরফে আমাদের জেলার সাহসী মহিলা, যাঁরা সেবিকা, চিকিৎসক, শিক্ষিকা, অধ্যাপিকা, যাঁরা স্কুটারে লোকের বাড়ি খাবার পৌঁছে দেন, যাঁরা টোটো চালান, সমাজের সর্বস্তরের মহিলাদের সম্মান জানানোর চেষ্টা করেছি।