চেজ জেতালেন ওয়েস্ট ইন্ডিজকে

Must read

গায়ানা : পাপুয়া নিউ গিনির চোখরাঙানি সামলে জয় দিয়েই টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করল দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।
চাপের মুখে চেজমাস্টার হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলকে জয় এনে দিলেন রোস্টন চেজ। শেষদিকে পরপর উইকেট পড়ার পর ক্রিজে এসেই ছক্কা হাঁকিয়ে চাপ কাটিয়ে দিয়েছিলেন কেকেআরের আন্দ্রে রাসেল। এরপর বড় শট খেলে এক ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেন চেজ। ২৭ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। রাসেল ক্রিজে ছিলেন ৯ বলে ১৫ রান করে। ম্যাচের সেরা চেজ। ৫ উইকেটে জয় ওয়েস্ট ইন্ডিজের (West Indies)।
ম্যাচ যত গড়িয়েছে, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের মন্থর উইকেট স্পিনারদের স্বর্গ হয়ে উঠেছিল। নিউ গিনির করা মাত্র ১৩৬ রান তাড়া করতে নেমেই তখন হাঁসফাঁস অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। জন কারিকো, আসাদ ভালাদের বোলিংয়ে ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। শেষ ৪ ওভারে তখনও দরকার ছিল ৪০ রান। বিশ্বকাপের শুরুতেই অঘটনের আশঙ্কা করেছিলেন অনেকেই। কিন্তু ঘরের মাঠে মাথা ঠান্ডা রেখে জয় তুলে নেন চেজ, রাসেলরা।

আরও পড়ুন-ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ, ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়

প্রথমে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনির শুরুটা মোটেই ভাল হয়নি। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ওই পরিস্থিতিতে একা কুম্ভের মতো দলকে টেনেছেন সেসে বাউ। পঞ্চম উইকেটে চার্লস আমিনির (১২) সঙ্গে মূল্যবান ৪৪ রান যোগ করেন তিনি। শেষ পর্যন্ত বাউ আউট হন ৪৩ বলে ৫০ করে। শেষ দু’ওভারে কিপলিন ডোরিগার ১৮ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিও না থাকলে নিউ গিনির পক্ষে ১৩৬/৮ স্কোরেও পৌঁছনো সম্ভব হত না। বল হাতেও সফল রাসেল। ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন।

Latest article