গায়ানা : পাপুয়া নিউ গিনির চোখরাঙানি সামলে জয় দিয়েই টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করল দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।
চাপের মুখে চেজমাস্টার হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলকে জয় এনে দিলেন রোস্টন চেজ। শেষদিকে পরপর উইকেট পড়ার পর ক্রিজে এসেই ছক্কা হাঁকিয়ে চাপ কাটিয়ে দিয়েছিলেন কেকেআরের আন্দ্রে রাসেল। এরপর বড় শট খেলে এক ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেন চেজ। ২৭ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। রাসেল ক্রিজে ছিলেন ৯ বলে ১৫ রান করে। ম্যাচের সেরা চেজ। ৫ উইকেটে জয় ওয়েস্ট ইন্ডিজের (West Indies)।
ম্যাচ যত গড়িয়েছে, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের মন্থর উইকেট স্পিনারদের স্বর্গ হয়ে উঠেছিল। নিউ গিনির করা মাত্র ১৩৬ রান তাড়া করতে নেমেই তখন হাঁসফাঁস অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। জন কারিকো, আসাদ ভালাদের বোলিংয়ে ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। শেষ ৪ ওভারে তখনও দরকার ছিল ৪০ রান। বিশ্বকাপের শুরুতেই অঘটনের আশঙ্কা করেছিলেন অনেকেই। কিন্তু ঘরের মাঠে মাথা ঠান্ডা রেখে জয় তুলে নেন চেজ, রাসেলরা।
আরও পড়ুন-ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ, ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়
প্রথমে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনির শুরুটা মোটেই ভাল হয়নি। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ওই পরিস্থিতিতে একা কুম্ভের মতো দলকে টেনেছেন সেসে বাউ। পঞ্চম উইকেটে চার্লস আমিনির (১২) সঙ্গে মূল্যবান ৪৪ রান যোগ করেন তিনি। শেষ পর্যন্ত বাউ আউট হন ৪৩ বলে ৫০ করে। শেষ দু’ওভারে কিপলিন ডোরিগার ১৮ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিও না থাকলে নিউ গিনির পক্ষে ১৩৬/৮ স্কোরেও পৌঁছনো সম্ভব হত না। বল হাতেও সফল রাসেল। ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…