বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : বাংলার প্রত্যেকটি পরিবারের মানুষের মাথার উপর কংক্রিটের ছাদ থাকবে। এমন স্বপ্ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পের কাজ শুরু করেন। দীর্ঘদিন সার্ভে করার পর অবশেষে শুরু হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বাংলার বাড়ির গ্রাহক কোচবিহার জেলায়। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২ লক্ষ ৭৬ হাজার ৫১০ জনের নামের তালিকা প্রস্তুত করেছে জেলা প্রশাসন। এদের মধ্যে প্রথমবারে ১ লক্ষ ৫৮৭ জন উপভোক্তার জন্য মোট ৬০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জেলায় ইতিমধ্যে প্রায় তিন লক্ষেরও বেশি বাড়ি সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা বজায় রেখে সার্ভের কাজ করা হয়েছে বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন। বারবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে গরিব সাধারণ মানুষ, যাঁরা বাংলার বাড়ি (Banglar Bari) পাওয়ার যোগ্য, তাঁদেরকে দেওয়ার বিষয়ে জানিয়েছে। সেই বিষয়টা মাথায় রেখেই এবার রাজ্য জুড়ে প্রায় ১২ লক্ষেরও বেশি উপভোক্তা বাড়ি পাবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- সংবিধান বিরোধী ওয়াকফ বিল, তীব্র নিন্দা পুরমন্ত্রীর

Latest article