চলতি বছরে শীত পড়লেও তা তেমন উপভোগ করা যাচ্ছে না। একদিন বা দুদিন প্রবল ঠান্ডা থাকার পরেই আকাশ হয়ে উঠছে মেঘাচ্ছন্ন। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে। এরই মধ্যে শুক্রবার মৌসম ভবন জানিয়েছে, নতুন করে রাজস্থানের উপর তৈরি হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ে বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও।
আরও পড়ুন-বেলাগাম সংক্রমণ, পজিটিভিটি ১৭.৯৪%
শুক্রবার থেকেই বাংলার আকাশ মেঘাচ্ছন্ন। ওই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শৈত্যপ্রবাহ বাধা পাবে, ফলে ভারতের সব রাজ্যেই কমবে ঠান্ডার প্রকোপ। অন্যদিকে বঙ্গোপসাগর উপকূলে তামিলনাড়ুর দক্ষিণ অংশ জুড়ে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলগুলিতে ঠান্ডা আরও বাড়বে। ওই সমস্ত ও রাজ্যগুলিতে আগামী দু’দিন প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে।