বঙ্গ রাজনীতির আঙিনায় ডিসেম্বর হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। একদিকে বিজেপি(BJP) দাবি করছে সরকার পড়ে যাবে ডিসেম্বর মাসে। ঠিক সেই সময় কাঁথির জনসভা থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। জানালেন, ‘ডিসেম্বরে কিছুক্ষণের জন্য দরজাটা খুলে দেব।’ একইসঙ্গে জানালেন, “আপনারা জানেন, আমি যদি দরজা খুলে দেই তবে ওদের দলটাই থাকবে না।”
আরও পড়ুন- শুভেন্দুর দুর্নীতির মুখোশ খুলে তাঁকে প্রকাশ্যে উলঙ্গ করার হুঁশিয়ারি দিলেন অভিষেক
শনিবার কাঁথির জনসভায় উপস্থিত হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই যে ওরা কথায় কথায় বলে, ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। আপনারা জানেন, আমি দরজা যদি খুলে দিই তা হলে দলটা থাকবে না। খালি আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়েছি। কারণ দুঃসময়ে মীরজাফর, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে বুক চিতিয়ে তৃণমূলের কর্মীরা যে ভাবে লড়াই করেছেন তাঁদের মর্যাদা দিয়ে আমি দরজাটা খুলছি না। যদি দরজা খুলি বিজেপি দলটাই থাকবে না।” এরপর মঞ্চের সামনে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছোঁড়েন, “আপনারা বলুন দরজা খুলব? আমার মাঝে মাঝে মনে হয়, একটু খুলে দিই দরজাটা। আগামী সপ্তাহে খুলি একটু ৫ সেকেন্ডের জন্য? তার পর আবার বন্ধ করে দেব। আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই।” অভিষেকের মন্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। এরপর অবশ্য অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দেন, “যারা প্রায়শ্চিত্ত করে দলের জন্য কাজ করবে তাদের বেছে বেছে তৃণমূলে নেওয়া হবে। তাঁরা কারও মাথার ওপর বসবে না এই দায়িত্ব আমি নিচ্ছি। আপনাদের কথা দিয়ে যাচ্ছি।”