১০ বছরে ৫,৭৮০ কোটির কাজ করেছি আরও ১০ হাজার কোটির কাজ করব: অভিষেক

Must read

গত ১০ বছরে ডায়মন্ড হারবারে ৫,৭৮০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আগামী ১০ বছরে হবে ১০ হাজার কোটি টাকার কাজ। সোমবার আমতলায় এই ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন গত ১০ বছরে হিসেব করলে দেখা যাবে প্রতি এক ঘণ্টায় ৬ লক্ষ টাকার কাজ হয়েছে এক মাসে ৪৫ কোটি টাকার কাজ হয়েছে। ১ বছরে হয়েছে ৫৮০ কোটি টাকার কাজ। এরপরই তার সগর্ব ঘোষণা, আগামী দিন ঘন্টায় ১০ লাখের কাজ হবে, প্রতি মাসে ১০০ কোটি টাকার কাজ হবে। আর প্রতি বছরে ১ হাজার কোটি টাকার কাজ হবে। অভিষেকের সংযোজন, দেশের কোনও সাংসদ এত টাকার কাজ করেছে দেখাতে পারবেন না। কোভিডের সময়ে ২১টা কমিউনিটি কিচেন খুলে মানুষের পাশে থেকেছি আমরা। মানুষের ৫০ বছরের দাবি চরিয়াল খাল সংস্কার হয়েছে। উড়ালপুল হয়েছে। দেড় হাজার কোটি টাকার সবথেকে বড় জলপ্রকল্পের কাজ হচ্ছে আমার সংসদীয় এলাকায়। এছাড়া রাস্তার আলো-সহ প্রতিটি পঞ্চায়েত ধরে ব্লক ধরে ধরে আমরা কাজ করেছি। কারও মনে যদি কোনও সন্দেহ থাকে তার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার দেবেন আমি দশটা করে বই পাঠিয়ে দেব তাতে সব পেয়ে যাবেন। আমি তথ্য পরিসংখ্যান হাতে নিয়ে কথা বলি। সাফ কথা অভিষেকের।

আরও পড়ুন- ইডির সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমও পৌঁছে যাচ্ছে! সন্দেশখালি ইস্যুতে এজেন্সির বিরোধিতা করে প্রশ্ন অভিষেকের

এদিন আমতায় নয়া অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে এলাকার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক সারেন জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে। বুঝে নেন কোথায় কী সমস্যা রয়েছে কোথায় কতটুকু কাজ হয়েছে আরও কী বাকি রয়েছে কী করতে হবে। সেই অনুযায়ী এলাকা ধরে ধরে জনপ্রতিনিধিদের নির্দেশ ও পরামর্শ দেন বেশ কিছু।

Latest article