বাংলা যা পারে, আর কেউ পারে না উচ্ছ্বসিত উৎসবের কামনা মুখ্যমন্ত্রীর

মহালয়ায় দেবীপক্ষেই কলকাতা-সহ জেলার কয়েকশো পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিন চলবে তাঁর পুজোর উদ্বোধনী

Must read

প্রতিবেদন : মহালয়ায় দেবীপক্ষেই কলকাতা-সহ জেলার কয়েকশো পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিন চলবে তাঁর পুজোর উদ্বোধনী-পর্ব। আজ বৃহস্পতিবারও উদ্বোধনের তালিকায় রয়েছে প্রায় ১৫টি পুজো। টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ থেকেই মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য উচ্ছ্বসিত উৎসবের কামনা করলেন। একই সঙ্গে ফের জানিয়ে দিলেন, বাংলাই বিশ্বের সেরা। বাংলা যা পারে, আর কেউ তা পারে না। বৃষ্টি হলেও মাকে বাংলার মানুষের বরণে কোনও খামতি থাকবে না।

আরও পড়ুন-ফের নিম্নচাপ রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা

সকলের মঙ্গল কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, উৎসব হোক উৎসারিত, উৎসব হোক উচ্ছ্বসিত। সেই সঙ্গে আশ্বস্ত করেন বৃষ্টিতে ভয়ের কোনও কারণ নেই, কিন্তু সজাগ থাকতে হবে। আগামিকাল ত্রিধারার মণ্ডপ থেকে ভার্চুয়ালি ৪০০টি পুজোর উদ্বোধন করবেন। এ-ছাড়াও কলকাতা পুলিশের পরিবার আলিপুর বডিগার্ড লাইনে দুর্গাপুজো করেন, সেখান থেকেও বেশ কিছু পুজো উদ্বোধনের কথা রয়েছে তাঁর। প্রতিবছরই মুখ্যমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধনের সংখ্যা বেড়েই চলেছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও এই চাহিদা প্রচুর। কাউকেই নিরাশ করতে চান না তিনি। তা সত্ত্বেও ব্যস্ততার মধ্যেও যতগুলি পারেন তা করতে থাকেন তিনি।

Latest article