ত্রিপুরার জনসভা সেরেই সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

Must read

রবিবার আগরতলায় একেরপর এক ঝাঁঝালো মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ করেছেন ত্রিপুরার বিপ্লব দেব সরকারকেও।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্র সাংবাদিক হিল্টন ঘোষ

এরপরই তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আজ, আমি ত্রিপুরার আগরতলায় একটি জনসভায় যোগ দিয়েছি। আমি ত্রিপুরার জনগণকে ধন্যবাদ জানাই এমন উষ্ণ অভ্যর্থনার জন্য, আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য।”

তিনি আরও লেখেন,” প্রথম থেকেই আমি রাজ্যে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বিপ্লব কুমার দেব বারবার আমাদের নীরব করার চেষ্টা সত্ত্বেও, আমরা ত্রিপুরার জনগণের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করেছি।”


এদিন ত্রিপুরাবাসীর উদ্দেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন,” বিজেপি ত্রিপুরার জনগণের জন্য দুর্দশা ছাড়া আর কিছুই বয়ে আনেনি। রাজ্যে কোনো উন্নয়ন, প্রবৃদ্ধি বা অগ্রগতি নেই। মানুষ পরিবর্তনের দাবি করে আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়নের ঢেউ এনেছেন তাতে তারা অনুপ্রাণিত। তারা ত্রিপুরা আলোকিত করার জন্য অপেক্ষা করছে। বিপ্লব কুমার দেবের ডবল ইঞ্জিন সরকার একটি সম্পূর্ণ বিপর্যয় এবং পরিবর্তে, তিনি কেবল তার দুয়ারে গুন্ডা রাজ প্রতিষ্ঠা করেছেন।”

আরও পড়ুন-শাওনি সিংহরায়কে একশোয় দুশো দিলেন চন্দ্রিমা, কিন্তু কেন?

অভিষেক আরও লেখেন,”মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে, আমি ত্রিপুরার প্রতিটি মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এমন একটি সরকার প্রতিষ্ঠা করব যা সত্যিকারের অর্থে মানুষের জন্য যত্নশীল, আমরা এমন একটি সরকার প্রতিষ্ঠা করব যা দোরগোড়ায় স্কিম এবং পরিষেবা সরবরাহে বিশ্বাসী! আমরা ভীত হতে যাচ্ছি না. আমরা নির্ভীক, আমরা নিবেদিত এবং আমরা অত্যাচারী বিজেপি সরকারকে উৎখাত করব – এখন সময়ের অপেক্ষা।”

 

Latest article