মানুষের সেবার কোনও সময়সীমা থাকে না, কেন্দ্রকে বার্তা অভিষেকের

Must read

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সব সিদ্ধান্তের জন্য দেশের সাধারণ মানুষ স্বাস্থ্যক্ষেত্রেও সংকটের মুখে দাঁড়িয়ে। বৃহস্পতিবার এক্স বার্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের তুলনা দিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন। তিনি লিখেছেন, ৭০ শতাংশ ভারতীয় চিকিৎসা বিল মেটাতে গিয়ে সংকটের মুখে পড়েন। আর কেন্দ্রের সরকার তাদের ত্রাণ প্রদানের পরিবর্তে স্বাস্থ্য ও জীবন বিমার উপর জিএসটি আরোপ করেছে। তারপর ৯০০টিরও বেশি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়ে মানুষকে আরও সংকটের মুখে ফেলে দিয়েছে। কেন্দ্রের এই অবিবেচক সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠে অভিষেক জানান, ডায়মন্ড হারবারে আমরা চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতিকে সময়সীমার মধ্যে আবদ্ধ রাখিনি। সেবাশ্রয় আনুষ্ঠানিকভাবে শেষ হলেও, আমাদের সংকল্প মানুষকে পরিষেবা দিয়ে যাওয়া। সেই কাজ অবিরত চলছে। এদিনও ১৮ জনকে জীবনদায়ী ওষুধ দেওয়া হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি, প্রকৃত সেবার মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে না। আমরা শুধু নির্বাচনের মরশুমে পরিযায়ী রাজনীতিবিদদের মতো হাওয়ায় কথা ভাসাই না, আমরা আমরা সর্বদাই মানুষের পাশে থাকি। জনগণের ভালোবাসা আর বিশ্বাস ছাড়া আমরা আর কিছুই চাই না।

আরও পড়ুন: এলাকার মানুষের আস্থা ফিরে আসুক, রাজ্যপালকে বলব পরে যান, শান্তি ফিরলে মুর্শিদাবাদে যাব : মুখ্যমন্ত্রী

Latest article