লোকসভায় আজ বক্তা অভিষেক

Must read

প্রতিবেদন : আজ, বুধবার লোকসভায় জনবিরোধী বাজেটের ওপর বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলার প্রতি বঞ্চনা, সরকার বাঁচাতে দুই রাজ্যকে (শরিকদের) তুষ্টিকরণের রাজনীতি, এসব নিয়ে এনডিএ সরকারকে তুলোধোনা করবেন তিনি। তবে মঙ্গলবার অর্থমন্ত্রীর বাজেট পেশের পরই দিল্লিতে অভিষেক সাফ জানিয়ে দেন, এই বাজেট হল জিরো গ্যারান্টি ও জিরো ওয়ার‍্যান্টি। এদিন বাংলার প্রতি বঞ্চনা নিয়ে গর্জে উঠেছেন তিনি। দলবদলু গদ্দার অধিকারীর করা মন্তব্যকে হাতিয়ার করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘জো হামারা সাথ হ্যায় হাম উনকে সাথ হ্যায়’ এটা আজ প্রমাণ করে দিল বিজেপি। শুধু নিজেদের সরকারকে বাঁচাতে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ বরাদ্দ করেছে। কোন রাজ্য কত বরাদ্দ পাচ্ছে, তা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু বাংলা কেন বঞ্চিত হবে? বাংলা বিরোধী এই বাজেটকে, ‘এটি জিরো গ্যারান্টি এবং জিরো ওয়ারেন্টি-সহ একটি নিষ্ফলা বাজেট’ বলে মন্তব্য করেন তিনি। এর পরেই তোপ দেগে অভিষেক বলেন, বিজেপি সরকার বাংলাকে ক্রমাগত বঞ্চিত করেছে। বাংলা থেকে নির্বাচিত ১২ জন বিজেপি সাংসদ বাংলার জন্য কিছু বরাদ্দ এনেছেন? না! নিট ফল শূন্য। বাংলা প্রতিনিয়ত নিপীড়ত ও বঞ্চিত। অভিষেকের কথায়, স্বাধীনতা সংগ্রাম থেকে নবজাগরণ— সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলা। জন্ম দিয়েছে নির্ভীক ও মুক্তিযোদ্ধাদের। কিন্তু সেই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার মানুষ আবার জবাব দেবে। আবার জবাব দেবে।

আরও পড়ুন- ভোটে জিততে বিজেপির হুমকি

Latest article