প্রতিবেদন : প্রথম ম্যাচেই বড় জয়। তবুও পুরোপুরি সন্তুষ্ট নন আন্তোনিও হাবাস (Antonio Habas)। এদিকে, পরের ম্যাচটাই ডার্বি। হাবাস তাই সাফ জানাচ্ছেন, ফুটবলারদের আরও উন্নতি করতে হবে।
শুক্রবার কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blastes) ৪-২ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু করেছে এটিকে মোহনবাগান। জোড়া গোল করার পাশাপাশি দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন হুগো বৌমাস (Hugo Boumous)। একটি করেছেন তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণও। সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ যদিও বলছেন, ‘‘আমাদের আরও উন্নতি করবে হবে। দ্বিতীয়ার্ধে ফুটবলারদের খেলায় আমি খুশি নই। কারণ বিরতির আগেই তিন গোল পেয়ে যাওয়ায় ওরা কিছুটা রিল্যাক্সড হয়ে গিয়েছিল।’’
আরও পড়ুন: Tiljala Traffic Guard: তিলজলা ট্রাফিক গার্ডের দক্ষতায় উদ্ধার ২ নাবালিকা, ধৃত ব্যক্তি
ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে তিনি বরাবরই দলগত ফুটবলে জোর দিয়ে এসেছেন। তাই হাবাস (Antonio Habas) বলছেন, ‘‘হুগো খুব ভাল ফুটবলার। তবে আমি তারকা প্রথায় বিশ্বাসী নই। আমাদের একটা দল হিসেবে খেলে সাফল্য অর্জন করতে হবে। প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেয়েছি ঠিক আছে। কিন্তু আমরা প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছি। এই ভুল দ্রুত শুধরে নিতে হবে।’’ পরের ম্যাচটাই আবার চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। হাবাস অবশ্য সাফ জানাচ্ছেন, ‘‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা আমার কাছে আর পাঁচটা ম্যাচের মতোই। কারণ ওই ম্যাচটা জিতলেই যে ৫ বা ৬ পয়েন্ট পাব, তা কিন্তু নয়।’’ তাঁর বাড়তি সংযোজন, ‘‘হাতে এখনও সময় আছে। তাই ডার্বি নিয়ে এখনই মাথা ঘামাতে রাজি নই।’’
এদিকে, ডার্বিতে (Derby) মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন হুগো। তিনি সাফ জানাচ্ছেন, ‘‘এই ম্যাচটা নিয়ে অনেক কথা শুনেছি। তাই মাঠে নামার জন্য ছটফট করছি। তবে দর্শকদের সামনে ম্যাচটা খেলতে পারলে আরও খুশি হতাম।’’ রয় কৃষ্ণর সঙ্গে তাঁর জুটি যে জমে গিয়েছে, তা স্বীকার করে নিয়ে উচ্ছ্বসিত হুগোর বক্তব্য, ‘‘রয়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা দুর্দান্ত। ও গতবারের টপ স্কোরার। ওর জন্য আমিও অনেকটা ফাঁকা জায়গা পেয়েছি।’’