সংবাদদাতা, শিলিগুড়ি : হাসছে চা-বাগান। খুশি শ্রমিকরা। মন্ত্রীর প্রচারের খবর মিলতেই রাস্তার দু’ধারে অভ্যর্থনার আয়োজন। আর নির্বাচনী প্রচারের মাঝেই চা-শ্রমিকদের সঙ্গে কথা বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বৃহস্পতিবার চা-বাগান অধ্যুষিত এলাকায় মহকুমা পরিষদের প্রার্থী কুমুদিনী বড়াইক-সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের সমর্থনে প্রচার করেন তিনি (Aroop Biswas)। ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বুলু চিক বড়াইক ও শিলিগুড়ি পুর কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। চা-বাগান অধ্যুষিত এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করছেন। এঁদের মধ্যে কেউ আবার চা-বাগানের শ্রমিক। তাই চা-বাগান এলাকায় মন্ত্রীর প্রচার ছিল উন্নয়নকে হাতিয়ার করেই। এছাড়াও এদিন অরূপ বিশ্বাস মহকুমা পরিষদের অন্যতম প্রার্থী প্রিয়াঙ্কা বিশ্বাস-সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের হয়েও প্রচার করেন আঠারোখাই এলাকায়। এদিন অরূপ বিশ্বাস হুডখোলা জিপে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছে জেনে নেন লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি না। স্কুল ছাত্রীদের কাছে শুনে নেন কন্যাশ্রী প্রকল্প তারা পাচ্ছে কি না। প্রচারের মাঝেই চা বৈঠকে মন্ত্রী কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চা বলয়ে এসেছে উন্নয়নের জোয়ার। মন্ত্রীর সঙ্গে দেখা করে চা-শ্রমিকরা জানালেন, তাঁরা ভাল আছেন।
আরও পড়ুন: ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের