প্রতিবেদন : বাংলায় বাংলা ছবিকে (Tollywood) আরও গুরুত্ব। হলগুলিতে প্রাইম টাইমে শো পাওয়া। বড় ব্যানারের কোনও হিন্দি ছবি এলেই হল মালিকেরা বাংলা ছবির সঙ্গে বৈমাত্রেয়সুলভ আচারণ করেন। এসবের নিরসন করতেই বৃহস্পতিবার নন্দনে অভিনেতা-পরিচালক-প্রযোজক-পরিবেশকদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দীর্ঘ বৈঠক। খোলামেলা আলোচনা। আলোচনা শেষে অরূপের ঘোষণা, বাংলা ছবিকে আর নিজের রাজ্যে কোণঠাসা হয়ে থাকতে হবে না। হিন্দি ছবির সমানসংখ্যক হল পাবে বাংলা ছবি। কাজ করতে গেলে মতপার্থক্য হয়, আমরা তার সমাধানও করেছি। বাংলা ভাষাকে গলা টিপে মারার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী রুখে দাঁড়িয়েছেন। এই পদক্ষেপ সেই আন্দোলনেরই ইতিবাচক দিক। বাংলা ছবির প্রদর্শন-সঙ্কট কাটাতে মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ রানে-সহ বাংলা বিনোদন দুনিয়ার প্রথম সারির সমস্ত ব্যক্তিত্বরা একজোট হয়ে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপরই মুখ্যমন্ত্রীর তৎপরতায় মন্ত্রী অরূপ বিশ্বাস বৃহস্পতিবার টলিউডের সঙ্গে বৈঠকে বসেন। তিনি জানিয়েছেন, সব জটিলতা কেটেছে। বাংলায় বাংলা ভাষার ছবিই প্রাধান্য পাবে। কোনও সমস্যা হবে না। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, তিনটে বা চারটে প্রোডাকশন হাউজ নিয়ে একটা ইন্ডাস্ট্রি চলে না। তাই বাইরে থেকে এসে যাঁরা ছবিতে টাকা ঢালতে চাইছেন তাঁদের ছবি যদি সিনেমা হল না পায়, তাহলে তো প্রডিউসারেরা একে একে বাংলা ছবিতে ইনভেস্ট করার আগ্রহ হারাবেন। সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার জন্য রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিশেষভাবে ধন্যবাদ। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, বাংলা ভাষার ছবির মর্যাদা বাংলাতে না থাকলে কোথায় থাকবে! তবে আশা করা হচ্ছে, আর এই ধরনের কোনও সমস্যা তৈরি হবে না।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…