প্রতিবেদন : উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনকে নজরে রেখে রবিবার বড় ঘোষণা করল আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে সরকার গঠন করলে ৬ মাসের মধ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, যতদিন চাকরি মিলবে না ততদিন পর্যন্ত ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। পাশাপাশি উত্তরাখণ্ডের বাসিন্দাদের চাকরিতে ৮০% সংরক্ষণ দেওয়ার ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন: যোগীরাজ্যে গ্রাম ছেড়ে পালাচ্ছে মানুষ! কিন্তু কেন?
রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরাখণ্ড প্রসঙ্গে বিজেপিকে একহাত নিয়ে কেজরি বলেন, ২১ বছর হয়ে গেল অথচ এই ২১ বছরে উত্তরাখণ্ডের দুর্দশা বেড়েছে বই কমেনি। পাহাড়-জঙ্গল সব লুঠ করা হয়েছে। এই ২১ বছরের দুর্দশা ২১ মাসে ঠিক করার পরিকল্পনা করা হচ্ছে। উত্তরাখণ্ডের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই পরিকল্পনা তৈরি করা হবে। পাশাপাশি দিল্লির প্রসঙ্গ তুলে কেজরিওয়াল বলেন, এখানে রাজ্য সরকার গঠিত হলে আমরা ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেব।