সুর নরম খামেইনির

Must read

প্রতিবেদন: ইজরায়েলের তরফে শনিবারের প্রত্যাঘাত পর্বের পর সুর নরম করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনি (Ayatollah Ali Khamenei)। নেতানিয়াহুর দেশের সেনার পরপর হামলার পর প্রথম মুখ খুললেন ইরানের অশীতিপর শীর্ষনেতা। পাল্টা আক্রমণের পথে না হেঁটে সমস্যা সমাধানের ভার উপর প্রশাসনিক কর্তাদের উপর ছেড়েছেন তিনি।
ইজরায়েলি হামলাকে ‘ছোট’ করে দেখতে নারাজ খামেইনি (Ayatollah Ali Khamenei)। ইজরায়েলি সেনার প্রত্যাঘাতের পর কী করা উচিত, তা দেখার ভার দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতেই ছেড়েছেন তিনি। প্রসঙ্গত শনিবার ভোরে দু’দফায় ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী এলাকায় হামলা চালায় ইজরায়েল। এবার শোনা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা খামেইনিকে নিকেশ করে পথের কাঁটা সরাতে চাইছে ইজরায়েল। গোয়েন্দা রিপোর্ট পেয়ে অজ্ঞাতবাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইরানের শীর্ষনেতাকে।

আরও পড়ুন-গ্রেড ওয়ান হেরিটেজ তকমা পেল আলিপুর চিড়িয়াখানা

Latest article