রাজ্যের পর্যটনের উন্নয়নে কড়া নজর মুখ্যমন্ত্রীর। পর্যটকদের অসুবিধা কোনও ভাবেই বরদাস্ত করবেন না তিনি। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শুনে সরাসরি জানিয়ে দেন, কোনও অতিরিক্ত টাকা নেওযা যাবে না।
ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন শিল্প ঢেলে সাজচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর উদ্যোগেই বিভিন্ন জায়গায় হোম স্টে চালু হয়। নতুন নতুন পর্যটনস্থল গড়ে ওঠে। সেই মমতা এদিন সভায় অভিযোগ শোনেন পর্যটকদের প্রবেশের জন্য ২৫০০ টাকা করে ফিজ নেওয়া হচ্ছে। শুনেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “রাজাভাতখাওয়া কেন পর্যটকদের টাকা দিতে হবে?” পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ মমতা স্পষ্ট নির্দেশ দেন, পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বলেন, “তাহলে কেন পর্যটক আসবে? আপনারা একতরফা সিদ্ধান্ত নিতে পারেন না, লোকে তো আপনাদের চেনে না, দায় আমাদের ওপরে আসে। আমরা তো ছেড়ে কথা বলব না।”
আরও পড়ুন- দায়সারা কাজ বরদাস্ত নয়, প্রকল্পের জন্য টাকা চাইলেই ব্যবস্থা: কড়া মুখ্যমন্ত্রী
একই সঙ্গে বনভূমে পিকনিক করা নিয়ে সতর্ক করেন মুথ্য মখ্যমন্ত্রী। বলেন, “পিকনিক স্পটে যাতে কোনও পশু আক্রমণ না করে সেটা দেখতে হবে।”
বক্সায় হোম স্টে, রিসর্ট, হোটেল নিয়ে জটিলতা চলছে দীর্ঘদিন ধরে। একাধিক হোটেল, হোম স্টে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, কে বাড়িতে হোম স্টে করবে, সেটা তার সিদ্ধান্ত। এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনও আপত্তি থাকতে পারে না। স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়াতে হোম টুরিজ্যমের উপর জোর দেন মমতা। বলেন, ওখানকার মানুষের কাজ নেই, কাজ বাড়াতে হবে।