মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি না, হিংসা নয়-শান্তি চাই: মুখ্যমন্ত্রী

Must read

হিংসা নয়, শান্তি চাই- মুর্শিদাবাদের হিংসার বিরোধিতায় স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। সোমবারের পরে মঙ্গলবারও তিনি বলেন, বহিরাগত নিয়ে এসে বাংলায় অশান্তি বাধানো হচ্ছে। কোনও ভাবেই তিনি এই অশান্তি বরদাস্ত করবেন না। মুখ্যমন্ত্রীর কথায়, “বিজেপি কিংবা কোনও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন। তাতে আমি খুশি হব। কিন্তু অশান্তি আমি সহ্য করব না”।

আরও পড়ুন- কাশ্মীরে শহিদ জওয়ানের স্ত্রীকে চাকরি, একাধিক নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

এদিন সুতির ছাবঘাটির ক্ষুদিরাম দাস বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। এর পরে বক্তব্যে বাংলার একাতার ঐতিহ্য তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। তাঁর কথায়, বাইরে থেকে লোক এনে অশান্তি করা হচ্ছে। এর পরেই সরাসরি গেরুয়া শিবিরকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির ফেক ভিডিও দেখে প্ররোচিত হবেন না। বিজেপি বা কোনও মৌলবাদী সংগঠনের উস্কানিতে পা দেবেন না।

মুখ্যমন্ত্রী বাংলা মহিলাদের আহ্বান জানিয়ে বলেন, বহিরাগতরা অশান্তি বাঁধাতে এলে, হাতা-খুন্তি নিয়ে তেড়ে আসুন। হিংসাকারীদের বাংলাছাড়া করুন।

Latest article