দুবাই : ভারত-পাকিস্তান মহারণের আগে মুখ খুললেন বিরাট কোহলি (Cricket Player Virat Kohli)। সাম্প্রতিক কালে ব্যাটে রান নেই বিরাটের। ইংল্যান্ড সফরের পর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে সফরে দলের সঙ্গে যাননি। ছ’সপ্তাহেরও বেশি সময় বিশ্রামের পর রবিবার পাক ম্যাচ দিয়েই ২২ গজে ফিরছেন তিনি। বিসিসিআইয়ের ট্যুইটারে এক ভিডিও সাক্ষাৎকারে বিরাট কোনও রাখঢাক না করেই জানিয়েছেন, এতটাই মানসিকভাবে ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে, গত এক মাস তিনি ব্যাট ছুঁয়েও দেখেননি!
বিশ্রাম নেওয়া প্রসঙ্গে বিরাটের (Cricket Player Virat Kohli) বক্তব্য, ‘‘গত ১০ বছরে এই প্রথমবার আমি টানা একটা মাস ব্যাট ছুঁয়ে দেখিনি। বুঝতে পারছিলাম, ভাল খেলার জন্য তাগিদ ও তীব্র খিদেটা হারিয়ে ফেলছি। নিজেকে অনেক বুঝিয়েছি, খিদেটা এখনও মরে যায়নি। কিন্তু শরীর থামতে বলছিল। মন বলছিল একটা বিরতি নাও। আমি মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী। কিন্তু প্রত্যেকেরই কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমারেখা সম্পর্কে সবার স্পষ্ট ধারণা থাকা উচিত। নাহলে সমস্যা তৈরি হয়। তাই কখনও কখনও থামতে হয়।’’
আরও পড়ুন: ডুরান্ডের শেষ আটে মহামেডান
অকপট কিং কোহলির সংযোজন, ‘‘এই কঠিন সময়ে অনেক কিছু শিখেছি। স্বীকার করতে কোনও দ্বিধা নেই, একটা সময় মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছিলাম। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে অনেকেই এটা স্বীকার করতে লজ্জা পায়। কিন্তু সত্যি কথাটা হল, মানসিকভাবে দুর্বল এটা স্বীকার করার থেকে মানসিকভাবে শক্তিশালী দেখানোর ভান অনেক বেশি সমস্যায় ফেলে দেয়।’’ মাঠে তাঁর আক্রমণাত্মক শরীরী ভাষা নিয়েও মুখ খুলেছেন বিরাট। তিনি বলেন, ‘‘অনেকেই আমার কাছে জানতে চায়, মাঠে এতটা আগ্রাসী কীভাবে থাকি। আমি বলব, পুরোটাই ক্রিকেটের প্রতি তীব্র ভালবাসা থেকে। সব সময় ভাবি, প্রতিটি বলেই আমাকে কিছু না কিছু করতে হবে। যা দলের কাজে লাগবে। তাই মাঠে নামার পর নিজের সবটুকু উজাড় করে দিই। আমার কাছে এই আচরণ একেবারেই অস্বাভাবিক বলে মনে হয় না। বরং এটা ভিতর থেকে আসে। কিন্তু একটা সময় সেটা হচ্ছিল না। নিজেকে ঠেলতে হচ্ছিল।’’
এই সাক্ষাৎকারে বাবর আজমকে নিয়েও মুখ খুলেছেন বিরাট। পাকিস্তান অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিয়ে তাঁর মন্তব্য, ‘‘২০১৯ বিশ্বকাপ চলাকালীন ম্যাঞ্চেস্টারে বাবরকে আমার কাছে নিয়ে এসেছিল ইমাদ ওয়াসিম (আরেক পাক ক্রিকেটার)। ইমাদকে আমি অনূর্ধ্ব ১৯ স্তর থেকে চিনি। ও আমাকে বলেছিল বাবর আমার সঙ্গে কথা বলতে চায়। সেদিন বাববের বিনীত ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম। লক্ষ্য করেছিলাম, আমার প্রতি বাবর অত্যন্ত শ্রদ্ধাশীল।’’ বিরাট আরও বলেন, ‘‘এই মুহূর্তে তিন ফরম্যাট মিলিয়ে বাবরই সম্ভবত বিশ্বের সেরা ব্যাটার। গত কয়েক বছরে ও অসম্ভব উন্নতি করেছে।’’