পাল্টা মারে ছন্দ নষ্ট করতে চেয়েছিলাম, বললেন ঋষভ

Must read

বার্মিংহাম : এজবাস্টনে ঋষভ পন্থের (Cricketer Rishabh Pant) ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। প্রবল চাপের মুখে তিনি যেভাবে ইংল্যান্ডের বোলারদের পাল্টা আক্রমণ করে ১১১ বলে ১৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন, তা দেখে মোহিত রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্বরা। আরেকটু হলেই পন্থ ভেঙে দিচ্ছিলেন কপিল দেবের টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তবে টপকে গিয়েছেন আরেক কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির নজিরকে।

আরও পড়ুন: সিএবি থেকে নিলেন এনওসি, দরজা খুলে রেখে বঙ্গ বিদায় ঋদ্ধির

যখন ক্রিজে গিয়েছিলেন, তখন পাঁচ উইকেট হারিয়ে দল ধুঁকছে। ওই পরিস্থিতিতে পন্থের (Cricketer Rishabh Pant) কিছু শট চোখ কপালে তুলে দিয়েছিল বিশেষজ্ঞদের। চাপের মুখে চালিয়ে খেলা প্রসঙ্গে পন্থের ব্যাখ্যা, ‘‘ইংল্যান্ডের পরিবেশে বল সুইং করে। ইংল্যান্ডের বোলাররা যখন টানা একই জায়গায় বল রেখে আমাদের ব্যাটারদের সমস্যায় ফেলছিল, আমি তখন ওদের পাল্টা আক্রমণ করে চাপে ফেলতে চেয়েছিলাম। তাই অনেক ধরনের শট খেলেছি। কখনও এগিয়ে এসে, কখনও ব্যাকফুটে খেলে বোলারদের ছন্দ নষ্ট করতে চেয়েছিলাম।’’
রবীন্দ্র জাদেজার সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ২২২ রানের জুটিটাই ভারতীয় দলকে খেলায় ফিরিয়ে এনেছিল। পন্থ বলছেন, ‘‘জাড্ডুর সঙ্গে আলোচনা করে ঠিক করেছিলাম একটা বড় পার্টনারশিপ গড়তে হবে। তাহলেই পরিস্থিতি বদলে যাবে। আমরা সেটা করতে পেরেছি।’’ নিজের ব্যাটিং প্রসঙ্গে পন্থ বলেন, ‘‘বিপক্ষ নিয়ে কোনওদিনই মাথা ঘামাই না। বরং মাঠে নেমে নিজের ১০০ শতাংশ উজাড় করে দেওয়াই লক্ষ্য থাকে। ছোটবেলা থেকেই আমার কোচ তারক স্যার বলতেন আমি চালিয়ে খেলতে পারি। তবে ডিফেন্সে উন্নতি করতে হবে। এদিকে দ্রাবিড় স্যার বলেছিলেন, অন্য বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে একটা করে বল ধরে ধরে খেলতে। নিজের ইনিংসকে সেভাবেই সাজিয়েছি।’’

Latest article