প্রিয় মাঠ অ্যাডিলেড, পছন্দের খাবার গাজরের হালুয়া, জন্মদিনে সোজাসুজি বিরাট

Must read

মেলবোর্ন : ৯ বছর কোনও আইসিসি টুর্নামেন্ট জেতেনি ভারত। অস্ট্রেলিয়া থেকে কি এবার টি-২০ বিশ্বকাপ জিতে ফিরতে পারবে মেন ইন ব্লু? খারাপ সময় কাটিয়ে বিরাট কোহলির সেরা ফর্মে প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা জাগিয়েছে। বিসিসিআই-এর মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট (Cricketer Virat Kohli) বলেছেন, ‘‘রোহিত (শর্মা) এবং আমার ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি একই রকম। আমাদের দু’জনেরই লক্ষ্য থাকে ভারতকে জেতানো। গোটা দলই একই লক্ষ্যে মনোনিবেশ করে।’’
বিরাট (Cricketer Virat Kohli) যোগ করেন, ‘‘আমরা নিজেদের মধ্যে কথা বলি, আলোচনা করি, কীভাবে বড় টুর্নামেন্ট জেতা যায় তা নিয়ে। প্রস্তুতি, পরিকল্পনা সবটাই হয় বড় টুর্নামেন্ট জয়ের লক্ষ্য সামনে রেখে। দলের ড্রেসিংরুমের পরিবেশ যদি খুব ভাল হয় এবং এমন বোঝাপড়া যদি নিজেদের মধ্যে থাকে, তাহলে সব সময় খেলার জন্য এবং দলের জন্য যে কোনও কিছু করতে উদ্বুদ্ধ থাকতে পারে খেলোয়াড়রা।’’
অস্ট্রেলিয়ায় এলেই দুর্দান্ত ছন্দে থাকেন বিরাট। এই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, ‘‘জানি না বিশেষ কারণ। তবে এখানে এলে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। অস্ট্রেলিয়ায় এসে ভাল খেললে সব সময় সম্মান পাওয়া যায়। শুধু এখানকার ভারতীয়দের থেকেই নয়, স্থানীয়দের থেকেও। স্থানীয় অস্ট্রেলীয়রাও এমন ব্যবহার করে যেন আমি ওদেরই একজন। আমি এখানে এসে নিজেকে অন্য গ্রহের মানুষ মনে করি না। মনে হয়, নিজের বাড়িতেই আছি।’’ গুগলে যে সকল প্রশ্নের মাধ্যমে বিরাটকে জানার চেষ্টা করা হয়, সেই প্রশ্নগুলির উত্তর সম্প্রচারকারী চ্যানেলে নিজেই দিয়েছেন বিরাট। জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় তাঁর প্রিয় মাঠ অ্যাডিলেড ওভাল। প্রিয় বিদেশি ডেজার্ট, মালবা পুডিং। ফেভারিট দেশি ডেজার্ট গাজরের হালুয়া।

আরও পড়ুন-বিশ্বকাপ জিতে আরও বড় কেক কাটব : বিরাট

Latest article