ঠাট্টা না সত্যি, প্রশ্ন

Must read

প্রতিবেদন : এলন মাস্ককে (Elon Musk) ঘিরে বিতর্কের শেষ নেই। খ্যাপাটে এই ধনকুবের নিজের মেজাজমর্জি মোতাবেকই চলেন। তা বলে এত হইচই করে ৪৪ বিলিয়ন ডলারে কেনা ট্যুইটার নিয়েই তিনি এমন কাণ্ড ঘটাবেন, তা অপ্রত্যাশিত। কী করেছেন মাস্ক (Elon Musk)? সকাল সকাল ট্যুইট করে জানিয়েছেন, ট্যুইটার অধিগ্রহণের চুক্তি আপাতত স্থগিত রাখা হচ্ছে। কেন? কারণ, তিনি নাকি এই জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের সব স্প্যাম এবং ভুয়ো অ্যাকাউন্টের বিশদ বিবরণ এখনও হাতে পাননি! স্বভাবতই মালিকের এমন বেসুরো ঘোষণায় বাজারে মুখ থুবড়ে পড়েছে ট্যুইটারের শেয়ার। বাজার খোলার আগেই শেয়ারের দাম পড়ে যায় প্রায় সাড়ে ১৪ শতাংশ। প্রশ্ন উঠছে, নিজেরই কেনা ট্যুইটারের নাক এভাবে কেটে কার যাত্রাভঙ্গ করতে চাইছেন মাস্ক! অনেকেই মনে করছেন, এটাও আসলে মাস্কের ট্রেডমার্ক ঠাট্টারই একটা অংশ। ট্যুইটারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে গত ২ মে ট্যুইটার ইনকরপোরেশনের পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জগুলিকে জানানো হয়েছিল, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ট্যুইটারের মোট দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২২ কোটি ৯০ লক্ষ। রয়টার্সের রিপোর্ট, এর মধ্যে মাত্র ৫ শতাংশেরও কম হল ভুয়ো বা স্প্যাম অ্যাকাউন্ট। এই ইস্যু নিয়ে আচমকাই চুক্তি স্থগিত করার পর, মাস্ক আদৌ ট্যুইটার পাকাপাকিভাবে অধিগ্রহণে আগ্রহী কি না, তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন:অফিসে কাউকে ‘টেকো’ বলাও যৌন নিগ্রহের সমান

Latest article