প্রতিবেদন : বাম আইনজীবীরা কর্মপ্রার্থীদের আন্দোলন-মঞ্চে গিয়েছেন। প্রার্থীদের হয়ে মামলা লড়েছেন। আর চাকরি পাওয়ার পর তাঁরাই আবার সেই চাকরির বিরোধিতা করে মামলা করেছেন। আদালত অবমাননার মামলায় সোমবার সেই বাম আইনজীবীদের দ্বিচারিতার মুখোশ খুলে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের তরফের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এদিন কুণালের হলফনামার ব্যাখ্যা করেন তিনি। কলকাতা হাইকোর্টে তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে পেশ করা সেই হলফনামায় সিপিএমের নোংরা দ্বিচারিতা সবিস্তারে ছবি-সহ রয়েছে। ঘটনার দিন কুণাল ঘোষ বিতর্কিত ঘটনাস্থলে ছিলেন না, সেই প্রমাণ দেওয়া হয় আদালতকে। আইনজীবী কল্যাণ (Kalyan Banerjee) বলেন, পেশাদার আইনজীবী এবং রাজনীতিবিদ-আইনজীবীর মধ্যে তফাত আছে। বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামিমরা আন্দোলনকারীদের মঞ্চে যান, টিভি চ্যানেলে গিয়ে রাজনৈতিক বিবৃতি দেন। তাই তৃণমূলের মুখপাত্র হিসেবে এসবের জবাব দেওয়ার অধিকার আছে কুণাল ঘোষের। কল্যাণ আরও জানান, এটা আদালতের ‘সুয়োমোটো’ মামলা হতে পারে না। কারণ, কেস রেকর্ডে একপক্ষের পিটিশনের ভিত্তিতে মামলা হয়েছে বলে দেখা যাচ্ছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন- বিজেপি! তোমার দিন গিয়েছে…