সেঞ্চুরিয়ন : সেঞ্চুরিয়ন টেস্টের সেঞ্চুরি তাঁর কাছে স্পেশ্যাল। সাফ জানালেন কে এল রাহুল (KL Rahul)। রবিবার গোটা দিন ধরে ব্যাট করে ১২২ রানে নট আউট রয়েছেন রাহুল (KL Rahul)। তাঁর ২৪৮ বলের ইনিংসে রয়েছে ১৭টি চার ও একটি ছয়। এমন ধৈর্যশীল ইনিংস খেলে রাহুল নিজেও অবাক হয়েছেন।
বিসিসিআই (BCCI) টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ওপেনারের বক্তব্য, ‘‘প্রত্যেকটি সেঞ্চুরির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে, যদি তা বিদেশের মাঠে হয়। তবে এই শতরান আমার কাছে স্পেশ্যাল। এর সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে।’’ রাহুলের বাড়তি সংযোজন, ‘‘আপনি যখন টানা ৬-৭ ঘণ্টা ধরে ব্যাটিং করে কোনও সেঞ্চুরি করেন, তখন তাতে আলাদা তৃপ্তি তো পাবেনই।’’
রাহুল আরও জানাচ্ছেন, যখন তিনি ৯৯ রানে ব্যাট করছিলেন, তখন ছয় হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করার লোভ সামলেছিলেন। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘আমি যখন ৯৯ রানে ব্যাট করছি, তখন স্পিনার বল করছিল। প্রথমে সিঙ্গলসের কথা ভাবলেও, ফিল্ডাররা যেহেতু সার্কেলের ভিতরে ছিল, তাই আমার মনে হয়েছিল ছয় মেরে সেঞ্চুরি করার ভাল সুযোগ রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই লোভ সামলে নিয়েছিলাম। মানসিকতার এই পরিবর্তনে আমি নিজেও বিস্মিত হয়েছি। কীভাবে এতটা মাথা ঠান্ডা রেখে ব্যাট করলাম, সেটা ভেবেই অবাক লাগছে।’’
আরও পড়ুন-অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শেষ চারে ভারত
রাহুল আরও বলেন, ‘‘শুরুটা সতর্কভাবে করলেও, ব্যাটের মাঝখান দিয়ে খেলছিলাম। ক্রিজে একবার দাঁড়িয়ে গেলে, নিজের ব্যাটিং উপভোগ করি। এই ইনিংসেও সেটাই করেছি।’’ ডানহাতি ভারতীয় ওপেনার এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘মায়াঙ্কও (আগরওয়াল) দারুণ ব্যাট করল। প্রথম দিনের পিচে আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, তার প্রশংসা করতেই হবে।’’
এদিকে, এশিয়ার (Asia) বাইরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা ভারতীয় ওপেনারদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন রাহুল। এশিয়ার বাইরে এটি তাঁর পঞ্চম শতরান। বীরেন্দ্র শেহবাগকে (৪টি) টপকে গেলেন রাহুল। এই তালিকার এক নম্বরে কিংবদন্তি সুনীল গাভাসকর (১৫টি সেঞ্চুরি)।