‘‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan- Kunal Ghosh) সঙ্গে আমার একটি সাক্ষাৎ নিয়ে কিছু সংবাদমাধ্যমে খবর হয়েছে। অতি আমোদের সঙ্গে দেখলাম প্যানিক রি-অ্যাকশন থেকে রাজ্য বিজেপির তরফ থেকেও একটি বিকৃত বিবৃতি দেওয়া হয়েছে।
ঘটনা অতি সামান্য। শনিবার রাতে বাড়ি ফেরার সময় দেখি একই বাড়ির নিচের ফ্ল্যাটে মন্ত্রী এসেছেন। স্থানীয় পরিচিত বিজেপির কর্মীরা স্বাভাবিক সৌজন্যে আমাকে মিষ্টিমুখ করতে হবে বলে নিয়ে যান। এলাকার বাম, কংগ্রেস, বিজেপি— সবার সঙ্গেই আমার চেনাশোনা। আমাকে দেখেই আন্তরিকতার সঙ্গে মন্ত্রী বলে ওঠেন, ‘কুণালদা আইয়ে।’ এরপর রাজ্যসভায় আমার ভাষণের শব্দচয়ন ভাল হত, সেকথা বলেন। এটাও বলেন, আপনি টুটুবাবুর কাগজে কাজ করতেন তখন। উনি কেমন আছেন? এই ধরনের অরাজনৈতিক সৌজন্যের কথা হয়েছে। এরপর আমি বলি আপনারা কথা বলুন। আমি (Dharmendra Pradhan- Kunal Ghosh) বাড়ি যাই।
এই সামান্য ঘটনা নিয়ে বিজেপির প্যানিক রি-অ্যাকশন আমাকে আমোদ দিচ্ছে। এতে প্রমাণিত হয় বিজেপির মধ্যে কোনও বিশ্বাসের সম্পর্ক নেই। নেতারা আত্মপরিচয়হীনতা, সংকীর্ণতায় ভুগছে।
বিজেপির সঙ্গে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। কিন্তু তার সঙ্গে এই খুচরো প্রকাশ্য সৌজন্যের কোনও সম্পর্ক নেই।”
আরও পড়ুন: সুশীল সমাজের ধ্বংস চাইছে মোদি সরকার