বাসুদেব ভট্টাচার্য, আলিপুরদুয়ার: তিনি সাঁওতালি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তিনি রাজ্যের মন্ত্রীও। পাশাপাশি তিনি জঙ্গলমহলের মাতঙ্গিনীও বটে। তিনি বীরবাহা হাঁসদা (Minister Birbaha Hansda)। বুধবার কালচিনিতে আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি তাঁর নিজের লড়াই আন্দোলনের কথা তুলে ধরলেন সবার সামনে। এদিন প্রথমেই তিনি বলেন, তিনি জঙ্গলমহল থেকে উঠে এসেছেন। শুধুমাত্র লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তিনি সবার সেবা করার সুযোগ পেয়েছেন। বক্তব্যে তুলে ধরেন জঙ্গলমহলের আদি বৃত্তান্ত। মূলত বাম আমলে কীরকমভাবে জঙ্গলমহল অশান্ত হয়েছিল। সেখানে রাজনীতি করা মানেই মৃত্যু নিশ্চিত জেনেও তিনি লড়াই চালিয়ে গেছেন। মাওবাদী আক্রমণের তোয়াক্কা না করে তিনি সংগ্রাম চালিয়ে গিয়েছেন। এই তুলনা তুলে ধরে তিনি সবার প্রতি আহ্বান জানান, তাঁরাও যেন কোনওভাবেই কোনও অশুভ শক্তির প্রতি হার না মানেন। তাঁরা যেন সঠিকটা বুঝে নিয়ে মুখ্যমন্ত্রীর (West Bengal Chief Minister Mamata Banerjee) হাত শক্ত করেন। বিজেপির নাম না করে তিনি আহ্বান জানান, রাজ্যে কোনওভাবেই যেন এই শক্তিকে কেউ মদত না দেন। বাস্তবিক অর্থে বীরবাহাকে (Minister Birbaha Hansda) ঘিরে ছিল আদিবাসীদের মধ্যে প্রবল উৎসাহ। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাঁর উঠে আসার কাহিনি শুনে আদিবাসীরা আপ্লুত। বীরবাহা বলেছেন, জঙ্গলমহল আজ হাসছে। পাহাড়ে শান্তি ফিরেছে। মুখ্যমন্ত্রীর পাশে থাকুন। আপনাদের উন্নয়নকে নিয়ে ভাবতে হবে না। তিনিই আমাদের সংগ্রামের প্রতীক।
আরও পড়ুন: এক হাজার পরিবার আয়ের পথ খুঁজে পেল