প্রতিবেদন : অবসর নিলেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের উপর থেকে নজর সরেনি মিতালি রাজের (Mithali Raj)। শ্রীলঙ্কায় হরমনপ্রীতরা টি-২০ ও একদিনের সিরিজ জেতায় তিনি খুশি। মিতালি বলছেন, আসন্ন কমনওয়েলথ গেমসেও ভারত পদক জিতবে বলেই তিনি মনে করেন।
শ্রীলঙ্কায় দুটি সিরিজেই সেরা হয়েছেন হরমনপ্রীত। মিতালি তাতে একটুও অবাক হননি। বলছেন, ‘‘ও অনেক ম্যাচ খেলেছে। অনেক অভিজ্ঞতা। হরমনপ্রীতের পারফরম্যান্স যথেষ্ট উৎসাহব্যাঞ্জক। এটা দলের বাকিদেরও উৎসাহ যোগাবে।” নিজের বায়োপিক ‘সাবাস মিঠু’র প্রচারে মিতালি এদিন কলকাতায় ছিলেন। সতীর্থরা তাঁকে মিঠু নামেই ডাকতেন। এদিন মিতালি (Mithali Raj) জানান, নিউজিল্যান্ডে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম অর্থের বিষয়টি তাঁর পছন্দ হয়েছে। এটা ভাল লক্ষণ। একদিন এমন সময় আসবে যখন পুরুষ ও মহিলা ক্রিকেটে কোনও পার্থক্য থাকবে না।
আরও পড়ুন: শিনজো হত্যাকাণ্ডে বাড়ছে রহস্য