যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনা নিঃসন্দেহে দুর্ঘটনা। কোনোভাবেই তা ইচ্ছাকৃত নয়। মঙ্গলবার জানালেন ইন্দ্রানুজের মা বর্ণালী বসু রায়। তাঁর সাফ কথা,”এই ঘটনা ইচ্ছা করলে এড়ানো যেত। যাঁরা শিক্ষামন্ত্রীকে সে দিন চেপে ধরে গাড়িতে তুলে দিলেন, তাঁরা চাইলে, গাড়ির সামনে চলে আসা পড়ুয়াদের সরিয়ে নিয়ে যেতে পারতেন।”
শনিবারের যাদবপুরের (Jadavpur University) ঘটনা নিয়ে তাঁর বক্তব্য”শিক্ষামন্ত্রী সে দিন ভালোভাবেই ইন্দ্রানুজের সঙ্গে কথা বলেছিলেন। সেই কথা ও নিজেই জানিয়েছে। কয়েক জন মিলে শিক্ষামন্ত্রীকে জোর করে গাড়িতে তুলে দিল। তারাই যদি ছাত্রদের গাড়ির সামনে থেকে সরিয়ে দিত, তা হলে এই ঘটনা ঘটত না। কেউই চাইবে না কাউকে চেপে দিয়ে বেরিয়ে যেতে। ওই বিশৃঙ্খলার মধ্যে ইন্দ্রানুজ উঠে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি।”
আরও পড়ুন-ওড়িশায় আদিবাসী স্কুলপড়ুয়ার গর্ভপাতের অনুমতি হাইকোর্টের
বর্ণালী বসু রায় সুরেন্দ্রনাথ কলেজে ফিজিওলজি পড়ান।,”আমি শিক্ষা জগতের মানুষ। আমি রাজনৈতিক তরজায় যেতে রাজি নই। শিক্ষামন্ত্রী গতকাল ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে খুবই সহানুভূতির সঙ্গে কথা বলেছেন।’