পা পেলে আমি হারতেও রাজি, বললেন নাদাল

Must read

প্যারিস : তাঁর সামনে কেরিয়ারের ১৪তম ফরাসি ওপেন খেতাব জয়ের হাতছানি। কিন্তু রাফায়েল নাদাল (Rafael Nadal) সাফ জানাচ্ছেন, তিনি ফাইনালে হেরে যেতেও রাজি, যদি বিনিময়ে একটা বাঁ পা পান! রবিবার ফাইনালে নাদালের প্রতিপক্ষ নরওয়ের ক্যাসপার রুড। সেমিফাইনালে মারিন চিলিচকে ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ সেটে হারিয়ে প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেছেন রুড। চোট-আঘাত সমস্যায় জর্জরিত নাদাল (Rafael Nadal)। তাঁর বাঁ পায়ের অবস্থা এতটাই খারাপ যে, আর কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন, তা নিয়ে রীতিমতো সন্দিহান স্প্যানিশ তারকা নিজেও। এমনকী, ফাইনালে রুডের মুখোমুখি হওয়ার আগে নাদাল বলছেন, ‘‘ফাইনালে হেরে যেতেও রাজি। বরং নতুন পা পেলে আরও খুশি মনে জীবনটা কাটাতে পারব। ট্রফি জেতার অনুভূতি সব সময়ই অসাধারণ। কিন্তু সবার আগে সুস্থভাবে বেঁচে থাকতে হবে।’’

আরও পড়ুন: রেকর্ড আমার পিছনে ছোটে, দাবি রোনাল্ডোর

নাদাল আরও বলেন, ‘‘আমার সামনে গোটা জীবন পড়ে রয়েছে। ভবিষ্যতে আত্মীয়, বন্ধুদের নিয়ে সময় কাটাতে চাই। খেতাবের থেকেও ব্যক্তিগত খুশি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’’ স্প্যানিশ সংবাদমাধ্যমেরও দাবি, এবারের ফরাসি ওপেনের পরেই পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন নাদাল। সেই অর্থে রবিবারের ফাইনালটাই নাদালের কেরিয়ারের শেষ ম্যাচ।
অন্যদিকে, নাদালকেই আদর্শ করে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠেছেন রুড। নাদালের অ্যাকাডেমিতেই তাঁর টেনিসে হাতেখড়ি। তাঁর বক্তব্য, ‘‘জানি ম্যাচটা প্রচণ্ড কঠিন। তবে নাদাল আমার আদর্শ। আর ওঁর বিরুদ্ধে প্রথমবার খেলার সুযোগ পেলাম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে। এটাই তো বড় প্রাপ্তি। নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছি।’’
এদিকে, সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভ চোট পাওয়ার পর নাদাল যেভাবে প্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়িয়েছিলেন, তা দেখে মুগ্ধ শচীন তেন্ডুলকর। শচীন ট্যুইট করেছেন, ‘‘জেরেভের প্রতি নাদালের আচরণ ওকে মানুষ হিসেবে আরও স্পেশ্যাল করে তুলেছে।’’

Latest article