সিডনি, ১৩ অক্টোবর : বিরাট কোহলি, রোহিত শর্মার ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই বড় ইঙ্গিত করলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (ravi shastri)। তিনি মনে করেন, ২০২৭ বিশ্বকাপে দুই তারকার খেলা নিশ্চিত নয়। অস্ট্রেলিয়া সফরে তাঁদের ফর্মের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ।
সোমবার সিডনিতে সামার অফ ক্রিকেটের উদ্বোধনে গিয়ে শাস্ত্রী বলেন, রোহিত, বিরাটের মতো অভিজ্ঞতা কারও নেই। এই কারণেই ওদের অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়েছে। ওরা এখনও ভারতীয় দলের পরিকল্পনার অংশ। সব কিছুই নির্ভর করছে ওদের ফিটনেস, খিদে এবং অবশ্যই ছন্দের উপর। এই সিরিজ শেষে ওরা নিজেরাই বুঝে যাবে ওদের বর্তমান পরিস্থিতি। এরপর নিজেরাই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
আরও পড়ুন-স্মৃতির নজিরেও হার ভারতের
স্টিভ স্মিথের উদাহরণ টেনে শাস্ত্রী (ravi shastri) বলেছেন, অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে স্মিথের সঙ্গেও একই জিনিস ঘটেছিল। এই বয়সে এসে পরিস্থিতি উপভোগ করতে হয় এবং খিদেটাও ধরে রাখতে হয়। তবে বড় ম্যাচের অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। যেমন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি। বড় ম্যাচ এলে বড় খেলোয়াড়রা ছাপ রেখে যায়।
শাস্ত্রী মনে করেন, তারুণ্যই সবচেয়ে বড় শক্তি ভারতীয় দলের। প্রাক্তন কোচের কথায়, সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত দল ভারত। রোহিত, বিরাটও জানে এই দল কতটা শক্তিশালী। তরুণরা চাপে রেখেছে ওদের। তিলক ভার্মার প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, এশিয়া কাপ ফাইনালে তিলকের ইনিংস ছিল অসাধারণ। চাপের মধ্যে এমন ইনিংস খেলা সত্যিই প্রশংসনীয়। যশস্বী, শুভমন, তিলক তিনজনই অসাধারণ প্রতিভা। ভারতীয় দলের ভবিষ্যৎ সুরক্ষিত।