প্রতিবেদন: দেশের বিভিন্ন বিমান বন্দরে ইউজার ডেভেলপমেন্ট ফি-র নামে যথেচ্ছ টাকা নেওয়া হচ্ছে বিমান যাত্রীদের থেকে, এই অভিযোগ দীর্ঘদিনের৷ এবার এই অভিযোগকেই হাতিয়ার করে মোদি সরকারকে চেপে ধরল পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷ দিল্লির বৈঠকে রীতিমতো সরব হলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। কোন নীতিতে ইউজার ডেভেলপমেন্ট ফি সংগ্রহ করা হচ্ছে, ডিজি সিভিল অ্যাভিয়েশন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে জানতে চান সৌগত রায়। সরকারি আমলারা কেউই সৌগত (Saugata Roy) বাবুর প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন নি। তাঁর কথায়, আমরা সরকারের কাছে এভাবে টাকা তোলার কারণ জানতে চেয়েছি। লিখিত ভাবে সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে। ১০ দিনের মধ্যে জমা দিতে হবে এই ব্যাখ্যা।