শিবসেনার বিদ্রোহী বিধায়কদের পদ খারিজের সিদ্ধান্ত এখনই গৃহীত হচ্ছে না। কারণ পদ খারিজের বিষয়টি যথেষ্ট পর্যালোচনা ও সময়সাপেক্ষ। এজন্য প্রয়োজন বৃহত্তর সাংবিধানিক বেঞ্চ গঠন। সোমবার এমনটাই জানাল দেশের প্রধান বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের (Supreme Court) ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, শিন্ডের নেতৃত্বে ৪০ জনেরও বেশি বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রােহ করেন। যার জেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ঠাকরে। উদ্ধব ঠাকরে সরকারের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ১৬ জন বিদ্রোহী বিধায়কের পদ খারিজের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় শিন্ডে শিবির। প্রধান বিচারপতির বেঞ্চ এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জানিয়েছে তিনি যেন এই নির্দেশ মহারাষ্ট্র স্পিকারকে জানিয়ে দেন। তবে স্পিকার নির্বাচন এবং শিন্ডে সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বৈধতাকে চ্যালেঞ্জ করে উদ্ধব শিবিরের দায়ের করা মামলাটি খারিজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: বিজেপির টার্গেট এবার মেধা পাটেকর