চেন্নাইতে কড়া বার্তা স্বরূপের, বাংলাই পথ দেখাচ্ছে কলাকুশলীদের প্রতিবাদে

Must read

প্রতিবেদন : ফের গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো পথে হেঁটেই প্রযোজক-পরিচালকদের একাংশের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঝড় এবার সর্বভারতীয় স্তরেও। টেকনিশিয়ানদের প্রতি বঞ্চনা-অবিচারের প্রতিবাদে মুখর হয়েছে তামিল ইন্ডাস্ট্রিও। নির্দিষ্টভাবে তিনটি প্রযোজনা সংস্থার সঙ্গে অসহযোগিতার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তামিল ছবির টেকনিশিয়ানরা। বুধবার তামিলনাড়ুতে এই মর্মে সুসংহত আন্দোলন গড়ে তোলেন সর্বভারতীয় স্তরের টেকনিশিয়ানরা। আর প্রতিবাদ সভায় উপস্থিত থেকে তামিল টেকনিশিয়ানদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন টেকনিশিয়ানদের পূর্বাঞ্চলীয় শাখার সভাপতি স্বরূপ বিশ্বাস। পর্দার পিছনের কলাকুশলীদের প্রতি প্রযোজনা সংস্থা ও পরিচালকদের মিলিত ষড়যন্ত্রকে সম্মিলিত সংকল্পের মাধ্যমে রুখে দিয়ে শক্তিশালী ও সুসংহত লড়াইয়ের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন-তৃণমূলের অভিযোগেই সিলমোহর ৭,৮০০ কার্ড বাতিল করল কমিশন

সোশ্যাল মিডিয়ায় পূর্ব ভারতের টেকনিশিয়ান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস লিখেছেন, এআইএফইসি-র সকল সদস্যদের কাছে আমি একযোগে অনুরোধ করছি, আমরা আরও শক্তিশালী, সুসংহত আন্দোলন গড়ে তুলতে পারি যাতে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রতিটি টেকনিশিয়ান এবং কর্মীর অধিকার রক্ষা হয়। আসুন আমরা একসঙ্গে আওয়াজ তুলি। সংঘাত নয়, সম্মিলিত সংকল্পের মাধ্যমে পর্দার পিছনে পরিশ্রমকারী প্রতিটি ব্যক্তির মর্যাদা, সম্মান এবং ন্যায়বিচার আদায় করে নিই। বুধবার চেন্নাইয়ের টেকনিশিয়ানদের প্রতিবাদ সভার একটি ভিডিও পোস্ট করে আর এক বার্তায় স্বরূপ জানান, এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। এফসিটিডব্লুইআই-এর পক্ষ থেকে এই অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি। আমাদের লক্ষ্য, প্রতিটি কর্মীর স্বার্থে ঐক্য ও বৃহত্তর সংহতি গড়ে তোলা এবং সময়োপযোগী ও অপরিহার্য হয়ে ওঠা। আমি নিশ্চিত করছি, আমরা এআইএফইসি-র ব্যানারে আমরা একযোগে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Latest article