মনীষীদের অপমান ত্রিপুরার শিক্ষামন্ত্রীর

Must read

প্রতিবেদন : আপাদমস্তক ব্যর্থতার জেরে দলের শীর্ষ নেতৃত্বের কাছে গলাধাক্কা খাওয়া ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের চাটুকারিতা করতে গিয়ে বরেণ্য মনীষীদের প্রকাশ্যে অপমান করলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী (Tripura Education Minister Ratanlal Nath)। তাঁর কাণ্ডজ্ঞানহীন স্তাবকতার নমুনা শুনে লজ্জিত ত্রিপুরাবাসী।

কী বলেছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ (Ratanlal Nath)? মনীষীদের অপমান করে দলবদলু এই বিজেপি নেতা বলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, এমনকী আইনস্টাইনের সমকক্ষ! এও বলেন, ত্রিপুরায় নাকি আগে এমন প্রতিভার জন্ম হয়নি! সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কীভাবে এক শিক্ষামন্ত্রী এরকম হাস্যকর, কাণ্ডজ্ঞানহীন, নিম্নস্তরের চাটুকারবৃত্তি করতে পারেন, তা ভেবে পাচ্ছেন না ত্রিপুরাবাসী। এমন ব্যক্তির হাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভার থাকলে পড়ুয়ারা কী শিখবে ভেবে আতঙ্কিত বহু মানুষ।

আরও পড়ুন: নির্লজ্জ! মহিলাকে দিয়ে পা ধোয়ালেন বিজেপি বিধায়ক

শুক্রবার ত্রিপুরার ভোলা জেলায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যর্থতার দায়ে অপসারিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। বলেন, আমাদের দেশে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আইনস্টাইন। তোষণ করতে গিয়ে খেই হারিয়ে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনকেও এদেশের করে দিয়েছেন রতনলাল। পাশাপাশি ব্যর্থ বিপ্লবকুমার দেবকে রবি ঠাকুর-আইনস্টাইনের সঙ্গে বেমালুম একই সারিতে বসিয়ে দিয়েছেন রতন। এই চাটুকারিতা নিয়ে অনেকের কটাক্ষ, রতনে রতন চেনে…।

Latest article