প্রতিবেদন : আজ বৃহস্পতিবার, ৫ মে তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি এদিন বসছে বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। যার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। এই সভা থেকে তিনি আগামী দিনে দলের পথ চলার নির্দেশিকা দেবেন। গত বছর ৫ মে প্রবল জনসমর্থনে নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। নির্বাচনের আগেই তিনি একাধিক যুগান্তকারী সামাজিক প্রকল্প বাস্তবায়নের কথা ঘোষণা করেছিলেন। শপথ নেওয়ার পরই সেই কাজ শুরু করে দিল তাঁর সক্রিয় ও গতিশীল প্রশাসন। বাস্তবায়িত হয় দুয়ারে সরকার। পাড়ায় সমাধান। তাঁর সরকারকে আরও স্বচ্ছ ও জনমুখী করে গড়ে তোলাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর। নেওয়া হচ্ছে অগুনতি কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে মা-মাটি-মানুষের সরকারের বর্ষপূর্তি উপলক্ষে ৫ মে দুপুরে নেতাজি ইন়ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রী ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। জানা যাচ্ছে, ওই অনুষ্ঠানে একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন হবে। অন্যান্য নানা সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের কাছে আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার-সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকরা অনুষ্ঠানে হাজিরও থাকবেন। এই অনুষ্ঠানের পর বিকেল ৩টের সময় নবান্নে হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ৫ মে থেকেই রাজ্য জুড়ে ‘বাংলা উন্নয়নের পথে’ শীর্ষক কমর্সূচি শুরু হচ্ছে। চলবে ৬ জুন পর্যন্ত। ৫ থেকে ২০ মে পর্যন্ত সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে চলবে প্রচার। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়েও বিশেষ প্রচার অভিযান চলবে রাজ্য জুড়ে। ৫ থেকে ২০ মে পর্যন্ত পুরোদমে চলবে পাড়ায় সমাধান কর্মসূচি। ২১ থেকে ৩১ মে পর্যন্ত জেলায় জেলায় হবে দুয়ারে সরকার শিবির। সামগ্রিকভাবে এই উদ্যোগগুলিই একসুতোয় বেঁধে হয়ে উঠছে ‘বাংলা উন্নয়নের পথে’। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরো কর্মসূচিটি ৫ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে। ৫ থেকে ২০ মে পর্যন্ত পাড়ায় সমাধান প্রকল্পের অধীনে যেসব কাজের জন্য আবেদন জমা পড়বে, সেগুলি পর্যালোচনা করে কাজের ওয়ার্ক অর্ডার প্রভৃতি ১ থেকে ৬ জুনের মধ্যে ইস্যু করা হবে। দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য যাঁরা আবেদন করবেন, পর্যালোচনার পর তাঁদের তা ১ থেকে ৬ জুনের মধ্যে দেওয়া হবে। রাজ্য সরকারের এই বিশেষ কর্মসূচি রূপায়ণ করতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নবান্নে প্রশাসনিক সভা করেছেন। কর্মসূচি কার্যকর করতে বৈঠকে বিশদে আলোচনা হয়েছে। সরকারি কর্মসূচি রূপায়ণ করা নিয়ে আগেই একটি নির্দেশিকা বিভিন্ন দফতর ও জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।