মুম্বই, ১৫ মে : শুরুর দিকের কয়েকটা ম্যাচে প্রথম দলে ছিলেন না। তবে একবার সুযোগ পাওয়ার পর আর পিছন ফিরে তাকাননি ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের সেরা হওয়ার পর তাঁর বক্তব্য, ‘‘সুযোগ কাজে লাগাতে পেরে আমি খুশি। টার্গেট খুব বেশি বড় ছিল না। তাই পাওয়ার প্লে-তে বড় শট খেলার চেষ্টা করেছি। পরে যখন টার্গেট আয়ত্তের মধ্যে চলে এসেছে, তখন নিজের স্বাভাবিক ব্যাটিং করেছি।’’
আরও পড়ুন: বোল্ট-বিক্রমে জয় রাজস্থানের
গুজরাট টাইটান্স (Gujarat Titans) তাঁকে ওপেনার হিসেবে খেলাচ্ছে। ঋদ্ধির (Wriddhiman Saha) বক্তব্য, ‘‘আমাদের দলে প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা রয়েছে। সেই অনুযায়ী পারফর্ম করতে হয়। আমার দায়িত্ব হল, পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক ব্যাটিং করা। যাতে দল স্কোরবোর্ডে যত বেশি সম্ভব রান তুলতে পারে।’’