আবুধাবি : সেমিফাইনালের টিকিটের জন্য ম্যাচটা জিততেই হবে। তাও আবার বড় ব্যবধানে। যাতে অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলেও, নেট রানরেটে এগিয়ে থাকা যায়। এমন কঠিন পরিস্থিতিতে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামছে অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা আবার নিজেদের শেষ ম্যাচ হেরে ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে।
আরও পড়ুন-আফগানদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ স্থগিত
তবে অ্যারন ফিঞ্চ বিপক্ষ শিবিরকে হালকাভাবে নিতে রাজি নন। বরং গুরুত্বপূর্ণ ম্যাচে ২৪ ঘণ্টা আগে তিনি সাফ জানাচ্ছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ হিসেবে ভয়ঙ্কর। হতে পারে ওরা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। কিন্তু ওদের হারানোর কিছুই নেই। আমাদের বিরুদ্ধে খোলা মনে খেলবে। তাই হালকাভাবে নেওয়া প্রশ্নই নেই।’’
বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে বড় জয়ের সুবাদে নেট রানরেটে দক্ষিণ আফ্রিকাকে (+০.৭৪২) টেক্কা দিয়ে আপাতত গ্রুপের দু’নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া (+১.০৩১)। তবে নেট রানরেট নিয়ে মাথা ঘামাতে রাজি নন ফিঞ্চ।
আরও পড়ুন-সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে কাঁদছে ময়দান
অস্ট্রেলীয় অধিনায়ক বলছেন, ‘‘আমাদের ম্যাচটা জিততেই হবে। তাই সচেতনভাবেই নেট রানরেট বা দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে ভাবছি না। বরং নিজেদের ওপরেই ফোকাস রাখছি। সত্যি কথা বলতে কী, আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ এখনও আমাদের হাতে। সবার আগে কালকের ম্যাচটা জিততে হবে।’’
বাংলাদেশ ম্যাচে পাঁচ উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচেও জাম্পার ওপর আস্থা রাখছেন ফিঞ্চ। তাঁর মন্তব্য, ‘‘গত দুটো বছর ধরে সাদা বলের ক্রিকেটে জাম্পা ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে চলেছে। আশা করি, এই ম্যাচেও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’