প্রতিবেদন : বারাসত মেডিক্যাল কলেজের মর্গের মৃতের চোখ চুরি যাওয়ার প্রতিবাদে যশোর রোড অবরোধ করেছিলেন পরিজনেরা। তাঁদের সেই ক্ষোভ প্রশমন করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি গাড়ি থামিয়ে মৃতের পরিজনদের সঙ্গে কথা বলেন। আশ্বাস দেন, সঠিক তদন্ত করা হবে। যদি অপরাধ সত্যিই হয়ে থাকে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারকে চাকরিও দেওয়া হবে। মৃতের নাম প্রীতম ঘোষ (৩৪)। তাঁর বাড়ি বারাসত কাজিপাড়ার ১ নম্বর রেলগেট এলাকায়। পরিজনেরা দেহ নিতে এসে দেখেন মৃতদেহের একটা চোখ নেই! এরপর রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
আরও পড়ুন: ১০ জনের মুখোমুখি হতে ভয়! স্রেফ পাঁচটি প্রশ্নের জবাব চাই : অভিষেক

