প্যারিস, ৮ অগাস্ট : টোকিও অলিম্পিকে রুপো পাওয়ার পর প্যারিসেও প্রত্যাশা তৈরি হয়েছিল তাঁকে নিয়ে। কিন্তু আশা জাগিয়েও ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে চতুর্থ স্থানে শেষ করেছেন মীরাবাই চানু (Mirabai Chanu)। অল্পের জন্য পদক হাতছাড়া করে হতাশ ভারতীয় ভারোত্তোলক জানিয়েছেন, ঋতুস্রাবের তৃতীয় দিনে প্রতিযোগিতায় নামতে হওয়ায় প্রত্যাশামতো ওজন তুলতে পারেননি। চানু (Mirabai Chanu) বলেছেন, ‘‘দেশের হয়ে পদক জেতার জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু পদক হাতছাড়া হল। এটা খেলার অঙ্গ। পরের বার আরও পরিশ্রম করে পদক দেশের জন্য পদক আনার চেষ্টা করব।’’ যোগ করেন, ‘‘চোট সারিয়ে সম্পূর্ণ সেরে উঠেছি। কিন্তু ঋতুস্রাবের তৃতীয় দিনে ইভেন্টে নামতে হয়েছে। তার প্রভাব একটু হলেও পড়েছে। কিন্তু এটা নিয়ে অজুহাত দিতে চাই না। অনুশীলনের সময় এই সমস্যা মোকাবিলা করার চেষ্টা করি। তবে অলিম্পিকের মতো মঞ্চে দর্শকদের সামনে পারফর্ম করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’’
আরও পড়ুন- ছয় গোলে জিতে ডার্বির মহড়া মোহনবাগানের