প্রতিবেদন : ‘স্লো পয়জ়নিং’-এর শিকার হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এমন চাঞ্চল্যকর দাবি করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্থানী আওয়াম মোর্চা (হাম)-র প্রতিষ্ঠাতা সভাপতি জিতনরাম মাঝি। এক সপ্তাহে দু’বার বিধানসভায় বিহারের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বিজেপির সহযোগী হামের বিধায়ক জিতনরাম বলেন, নীতীশ কুমারের খাবারে কেউ বা কারা বোধহয় বিষ মেশাচ্ছে।
আরও পড়ুন-শক্তির আরাধনায় মেতেছে রাজধানী, প্রবাসে পুজো
ফলে তিনি অপ্রকৃতিস্থের মতো আচরণ করছেন। উল্টোপাল্টা কথা বলছেন। প্রসঙ্গত, একসময় জেডিইউতে নীতীশের ঘনিষ্ঠ সহযোগী জিতনরামকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন নীতীশই। পরে নীতীশের বিরোধিতা করে তিনি দলত্যাগ করে নিজের দল তৈরি করেন। এরপর একাধিকবার নানা জোটে ভিড়ে রাজনৈতিক সুবিধা করতে পারেননি প্রবীণ নেতা। দ্বিতীয়বার যোগ দিয়েছেন এনডিএতে। তার পরই নিয়মিত নীতীশকে ‘টার্গেট’ করে চলেছেন জিতনরাম।