উৎসবের মরশুম শেষেই ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। দুর্যোগ যেন পিছু ছাড়তেই চাইছে না। এবার মন-থার (mantha) দাপটে ফের একবার মৎস্যজীবীদের পেশায় টান। অন্যদিকে শীতের হিমেল হাওয়া থমকে গোটা বাংলায়। আপাতত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পরে ভূখণ্ডে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশে কাকিনাড়ার উপকূলের কাছে আছড়ে পড়লেও তার গভীর প্রভাব বাংলাতে। সোমবার থেকেই বৃষ্টিতে জেরবার হবে দক্ষিণের জেলাগুলি।
আবহাওয়া দফতরের সতর্কতা, সোমবার সন্ধ্যা থেকেই বাংলার দক্ষিণ চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারই প্রবল বৃষ্টির কবলে পড়েছে শহর কলকাতা। সোমবার সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মেঘলা আকাশ আবহাওয়া দফতরের পূর্বাভাসের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন-SIR সত্য আর নেই দরকার SIR! SIR!!
সোমবার সকালেও ভারতের ভূখণ্ড থেকে প্রায় ৫০০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় মন-থা (mantha)। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। মঙ্গলবার সকালে সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরই গতি বাড়িয়ে দ্রুত প্রবেশ করবে ভূখণ্ডে। যার জেরে ব্যাপক প্রভাব পড়বে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে।

