প্রতিবেদন: দেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তার প্রসারে কেন্দ্রের ভূমিকা কী, তা নিয়ে সংসদে প্রশ্ন তুলল তৃণমূল। বুধবার দলের সাংসদ মালা রায় (MP Mala Roy) কেন্দ্রের কাছে জানতে চাইলেন, সামাজিক সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্র কী কী পদক্ষেপ করছে। সম্প্রীতি-শিক্ষার প্রসারে কেন্দ্র আদৌ কোনও ভূমিকা নিয়েছে কি? নিয়ে থাকলে তা কী কী, জানানো হোক বিস্তারিতভাবে। উত্তরে কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু যা বললেন তাতে স্পষ্টভাবে ধরা পড়ল না কিছুই। এককথায় শুধুই গোল গোল উত্তর। কোনও সম্প্রদায়ের কোনও উৎসব বা অনুষ্ঠানের জন্য কবে ক’টা ছুটি দেওয়া হয়েছে, শুধু তারই তালিকা দেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে। জানানো হল নিয়মিত বৈঠকের কথাও। কিন্তু সামাজিক সম্প্রীতি রক্ষায় কতটা অগ্রগতি হল তার কোনও সঠিক চিত্রই দেখা গেল না। আসলে ১০ বছর আগে নরেন্দ্র মোদি আর তাঁর দল কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সামাজিক সম্প্রীতি একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। লোকসভায় সেই কথাটাই তুলে ধরল তৃণমূল।
আরও পড়ুন- আরজি কর : অবাঞ্ছিত হস্তক্ষেপের কারণে মৃত পড়ুয়ার পরিবারের হয়ে আর মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার ও টিম