নয়াদিল্লি : তাঁর জঘন্য মন্তব্যের জেরে দেশে আগুন জ্বলেছে৷ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে৷ বিদেশে মুখ পুড়েছে ভারতের৷ তারপরেও তাঁর বিরুদ্ধে ফৌজদারি বিধি মেনে কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি সরকার৷ উল্টে, জনরোষ না বাড়া পর্যন্ত নীরব ছিল গেরুয়া দল৷ পরে চাপে পড়ে সাসপেনশনের নাটক৷ বিজেপির সেই মুখপাত্র নূপুর শর্মাকে শুক্রবার প্রবলভাবে ভর্ৎসনা ও নিন্দা করেছে দেশের শীর্ষ আদালত৷ একইসঙ্গে তাঁর আর্জিও খারিজ৷ নূপুর শর্মাকে এদিন ঠিক কী কী বলেছে আদালত?
আরও পড়ুন-জলবন্দি কাছাড় রাস্তার উপরেই কেমোথেরাপি!
ওই নেত্রীর দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্যই উদয়পুরের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে৷ ওই একজন মহিলার মন্তব্যের জন্য দেশের অসংখ্য মানুষের আঘাত লেগেছে৷ টিভিতে তিনি দেশবাসীর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান৷ দায়িত্বজ্ঞানহীন কাণ্ড ঘটিয়েও নূপুর শর্মা একগুঁয়ে ও উদ্ধত আচরণ করেছেন৷ নূপুর শর্মার নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই৷ উল্টে তিনিই দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন৷ দেশে সম্প্রতি যে সব অশান্তি হয়েছে তার জন্য এই মহিলাই দায়ী৷ তাঁর মন্তব্য দেশে আগুন জ্বালিয়েছে৷ কোনও রাজনৈতিক দলের মুখপাত্র হলেই যা ইচ্ছে তাই বলে দেওয়া যায় না৷