নয়াদিল্লি : ভারতীয় ব্যাডমিন্টন দলের ঐতিহাসিক টমাস কাপ (Thomas Cups) জয়ের নেপথ্যে ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ! এই তথ্য জানিয়েছেন দলের দুই সিনিয়র সদস্য কিদাম্বি শ্রীকান্ত এবং এইচ এস প্রণয় (H S Prannoy)। কাপ জয়ের জন্য নিজেদের অনুপ্রাণিত করতেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন প্রণয়। যার নাম দেওয়া হয়েছিল—‘ইটস কামিং হোম’।
প্রণয়ের (H S Prannoy) বক্তব্য, ‘‘আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম। কারণ চেয়েছিলাম দলের প্রত্যেক সদস্য যাতে অলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত খোলা মনে প্রকাশ করতে পারে। গ্রুপে চিনা তাইপের বিরুদ্ধে হারের পর নিজেদের উজ্জীবিত করার জন্যও এই গ্রুপ তৈরি করাটা জরুরি ছিল। আমরা ঐক্যবদ্ধ হতে চেয়েছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপ এতে দারুণ সাহায্য করেছে।’’
আরও পড়ুন: লক্ষ্যদের সাফল্যে গর্বিত প্রকাশ
ঐতিহাসিক জয়ের আরেক নায়ক শ্রীকান্ত বলছেন, ‘‘আমরাও যে চ্যাম্পিয়ন হতে পারি, এই বিশ্বাসটা অটুট রাখার জন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের এমন নাম দেওয়া হয়েছিল। দলে প্রচুর তরুণ খেলোয়াড় ছিল। তাই এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম, যাতে প্রত্যেকেই খোলা মনে নিজেদের সেরাটা দিতে পারে। গ্রুপে আলোচনার সময় নিজেরাই নিজেদের অনুপ্রাণিত করতাম। উৎসাহ দিতাম আরও ভাল পারফরম্যান্স করার জন্য। সত্যি কথা বলতে কী, এই গ্রুপ আমাদের মধ্যে কাপ জেতার বিশ্বাসটা তৈরি করে দিয়েছিল।’’